shono
Advertisement

এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে নীতীশ কুমারের! ফের বিস্ফোরক পিকে

পিকে নীতীশের বাকযুদ্ধ চলছেই।
Posted: 04:36 PM Oct 22, 2022Updated: 04:42 PM Oct 22, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও বিজেপির সঙ্গে যোগাযোগ রয়েছে নীতীশ কুমারের (Nitish Kumar)। নিজের দাবিতে অনড় ভোটকুশলী তথা অধুনা রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। বিহারের মুখ্যমন্ত্রীকে তাঁর চ্যালেঞ্জ, যদি বিজেপির সঙ্গে জেডিইউয়ের যোগাযোগ না থাকে তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের পদ তাঁরা ছেড়ে দিক।

Advertisement


নীতীশ কুমার আর ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) মধ্যে বেশ কিছুদিন ধরেই বাগযুদ্ধ চলছে। আক্রমণ, প্রতি-আক্রমণ কিংবা মন্তব‌্য, পালটা জবাবের ট্রেন্ড শুরু হয়েছে বিহারে। দু’দিন আগেই পিকে অভিযোগ করেন, এনডিএ (NDA) ছাড়লেও বিজেপির সঙ্গে তলায়-তলায় যোগ রেখে চলেছেন জেডিইউ নেতা নীতীশ কুমার। শুক্রবার তারা পালটা পিকে-কে ‘অর্বাচিন’ বলে কটাক্ষ করেছেন নীতীশ। তাঁর কথায়, “জনপ্রিয়তা কুড়োতে যা খুশি তাই বলে যাচ্ছেন পিকে।”

[আরও পড়ুন: পুরুষ সঙ্গীকে মারধর করে তরুণীকে অপহরণ, গণধর্ষণের পর রাস্তায় ফেলে পালাল ১০ দুষ্কৃতী ]

গত আগস্টে বিজেপির (BJP) সঙ্গে ছেড়েছেন নীতীশ। আরজেডি এবং কংগ্রেসের সমর্থন নিয়ে বিহারে নতুন সরকার গড়েছেন। তারপর থেকেই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ‌্য করে দেশজুড়ে বিরোধীদের একত্রিত করার কাজে নেমেছেন তিনি। এর মধ্যেই পিকের বিস্ফোরক দাবি, বিজেপির সঙ্গে তলায় তলায় যোগাযোগ রেখে চলেছেন নীতীশ। তেমন বুঝলে, তেজস্বীকে (Tejaswi Yadav) পথে বসিয়ে ফের তিনি ফিরতে পারেন গেরুয়া শিবিরে। আর এ জন্যই রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে এখনও আসীন নীতীশের দলের হরিবংশ সিংহ। যার পালটা জবাব আসে নীতীশের তরফ থেকে। তিনি বলেন, “নিজের জনপ্রিয়তা বাড়াতে এ সব বলছেন তিনি। তাঁর যা ইচ্ছে তাই বলতে পারেন, আমার তাতে কোনও সমস্যা নেই। ওঁর বয়স কম। একটা সময় ছিল, যখন ‌আমি ওঁকে সম্মান করতাম। কিন্তু আমি যাঁদেরই সম্মান করেছি, তাঁরাই আমাকে অসম্মান করেছেন।”

[আরও পড়ুন: বেকারত্ব নিয়ে আক্রমণের জবাব! ৭৫ হাজার যুবক-যুবতীকে চাকরির নিয়োগপত্র দিলেন মোদি]

কিন্তু নীতীশের জবাবের পরও লড়াই ছাড়তে নারাজ পিকে। শনিবার আবার টুইট করে তিনি নীতীশকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। পিকের (PK) চ্যালেঞ্জ,”সত্যিই যদি বিজেপির সঙ্গে যোগাযোগ না থাকে, তাহলে আপনার দলের নেতাকে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদ ছাড়তে বলুন নীতীশজি। সবসময় আপনি দু’দিক বজায় রাখবেন, সেটা তো হতে পারে না।” এবার নীতীশের তরফে কোনও জবাব আসে কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement