সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নর্মদা বাঁচাও আন্দোলন-সহ একাধিক সামাজিক আন্দোলনের মুখ মেধা পাটেকরের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করল দিল্লির একটি কোর্ট। মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি ১ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে এই সমাজকর্মীকে।
মেধার বিরুদ্ধে বছর তেইশ আগে মামলা করেন আজকের দিল্লির লেফ্টেন্যান্ট গভার্নর ভিকে সাক্সেনা। সেই সময় গুজরাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার চালাতেন সাক্সেনা। নিম্ন আদালতের বিচারপতি বিশাল সিং বছর সত্তরের মেধাকে দোষি সাব্যস্ত করেন বছর খানেক আগেই। ৬ মাস কারাদণ্ডের শাস্তি হয় তাঁর। যদিও ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মুক্তি দেওয়া হয়েছিল সমাজকর্মীকে। বুধবার প্রবেশন বন্ড জমা দেওয়ার জন্য মামলাটি তালিকাভুক্ত করা হয়েছিল। যদিও আদালতে হাজিরা দেননি মেধা। এরপরই আদালত অবমাননার অভিযোগে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে বর্তমান মামলায় মেধাকে দোষী সাব্যস্ত করেন দায়রা আদালতের বিচারপতি রাঘব শর্মা। ২০০০ সাল থেকে আইনি লড়াই চলছিল মেধা এবং সাক্সেনার মধ্যে। নর্মাদা বাঁচাও আন্দোলন এবং মেধার বিরুদ্ধে একটি বিজ্ঞাপন প্রকাশ করার অভিযোগ উঠেছিল সাক্সেনার বিরুদ্ধে। ওই অভিযোগে আদালতে শুরুতে মামলা করেছিলেন মেধাই। পালটা টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য এবং মানহানিকর বিবৃতি দেওয়ার অভিযোগে সমাজকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেন সাক্সেনা।
