সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) ব্যাটিংয়ের নিন্দা করেছিলেন। সেই অপরাধে কার্যত নারকীয় পরিস্থিতিতে থাকতে বাধ্য করা হয়েছিল। কোনওমতে প্রাণ হাতে করে পাকিস্তান থেকে পালিয়ে এসেছিলেন- এমনটাই দাবি করলেন বিখ্যাত ধারাভাষ্যকার সাইমন ডুল (Simon Doull)। আপাতত তিনি আইপিএলের ধারাভাষ্য দিতে ভারতে রয়েছেন।
ধারাভাষ্যকার হিসাবে যথেষ্ট জনপ্রিয় নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডুল। কিছুদিন আগেই পাকিস্তান (Pakistan) সুপার লিগে ধারাভাষ্য দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি ম্যাচে বাবর আজমের ব্যাটিংয়ের সমালোচনা করেন তিনি। ওই ম্যাচে সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গিয়েছিলেন পাক অধিনায়ক। তাই দলের প্রয়োজনে আগ্রাসী ব্যাটিং না করে নিজের মাইলস্টোন গড়ার দিকে মন দিচ্ছেন বাবর, এমনটাই মন্তব্য করেন ডুল।
[আরও পড়ুন: বিশ্বজয়ের পুরস্কার, বাংলার তিন মহিলা ক্রিকেটারের হাতে অর্থ তুলে দিলেন মুখ্যমন্ত্রী]
টিভি চ্যানেলে ডুলের এই মন্তব্য হু হু করে ছড়িয়ে পড়ে। তারপরেই ডুলের কথার তীব্র প্রতিবাদ শুরু করেন বাবর আজমের ভক্তরা। ডুল জানাচ্ছেন, “পাকিস্তানে থাকাটা কারাবাসের মতো হয়ে উঠেছিল। হোটেল থেকে বেরনোর অনুমতি ছিল না, কারণ বেরলেই আমার উপরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল আজমের ভক্তরা। বহুদিন এমনও কেটেছে, যেদিন একটু খাবারও জোটেনি।”
সোশ্যাল মিডিয়ায় লাগাতার ট্রোলের শিকারও হতে হয় ডুলকে। মানসিক নির্যাতনের কারণে বিধ্বস্ত হয়ে পড়েন। পাকিস্তান সুপার লিগ শেষ হতেই কোনওমতে সেদেশ থেকে পালিয়ে আসেন ডুল। আইপিএলে ধারাভাষ্য দেওয়ার সময়ে সেই ভয়াবহ দিনগুলোর কথা তুলে ধরেছেন তিনি। প্রাক্তন কিউয়ি ক্রিকেটার বলেছেন, “ঈশ্বরের অশেষ কৃপায় আমি সুস্থভাবে পাকিস্তান ছেড়ে বেরতে পেরেছি।” প্রসঙ্গত, কয়েকদিন আগে বিরাট কোহলি সম্পর্কেও একই ধরনের মন্তব্য করেছিলেন ডুল।