shono
Advertisement

নারীর অপরিমেয় শক্তি-সংবাদ ধরা দিল ‘দঙ্গল’-এর নতুন গানে

ভিডিও দেখুন, কন্যাসন্তানের জন্য আপনার গর্ব হবে! The post নারীর অপরিমেয় শক্তি-সংবাদ ধরা দিল ‘দঙ্গল’-এর নতুন গানে appeared first on Sangbad Pratidin.
Posted: 02:00 AM Nov 25, 2016Updated: 08:30 PM Nov 24, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নারী কোথায় গিয়ে পুরুষের চেয়ে খাটো বলুন তো?

Advertisement


অনেক ভেবে-চিন্তে একটা কূটকচালি উত্তরে আসাই যায়! বলা যায়, নারীর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের চেয়ে কম! এখানেই নারী পিছিয়ে গিয়েছে পুরুষের কাছে। কিন্তু, সেটুকু বাদ দিলে এমন কোনও কাজ কি আছে যা পুরুষে পারে, কিন্তু নারী পারে না?


তেমন কিছু যে নেই, সে কথাই জোর গলায় বলছে আমির খানের নতুন ছবি ‘দঙ্গল’। ‘দঙ্গল’ তো আদতে এক নারীবাদী ছবিই! পুরুষ সন্তান না পেয়ে, হতাশ না হয়ে মেয়েদের মধ্যেই এক কুস্তিগির বাবার স্বপ্ন সার্থক হওয়ার গল্প। যার কয়েক ঝলক দেখা গিয়েছিল ট্রেলারে আর ‘হানিকারক বাপু’ গানে। যে গানে দুই মেয়ে গীতা আর ববিতাকে কুস্তিগির হিসেবে অপ্রতিরোধ্য করে তোলার জন্য খুবই কঠিন এক নিয়মানুবর্তিতায় বেঁধেছেন বাবা মহাবীর সিং ফোগাট।


এবার মুক্তি পেল ‘দঙ্গল’-এর নতুন গান ‘ধাকড়’। সেখানে দেখা যাচ্ছে শেষ হয়েছে বড় মেয়ের অনুশীলন পর্ব। সে এবার নেমেছে আখড়ায়। এবং একের পর এক কুস্তির প্যাঁচে ধরাশায়ী করছে পুরুষদের। অবস্থাটা এমন জায়গাতেই গিয়েছে যে ছেলেরা আর কেউ সাহস পাচ্ছে না কুস্তির আখড়ায় তার মোকাবিলা করার!


নিচের ভিডিওয় ক্লিক করে দেখে নিন ‘দঙ্গল’-এর সেই নতুন গান ‘ধাকড়’। দেখবেন, কন্যাসন্তানের জন্য আপনার গর্ব হবে!

The post নারীর অপরিমেয় শক্তি-সংবাদ ধরা দিল ‘দঙ্গল’-এর নতুন গানে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement