shono
Advertisement

বিরাটের পর রোহিত, খেলা চলাকালীন মাঠে ঢুকে হিটম্যানকে চুমু খাওয়ার চেষ্টা!

দেখুন সেই ভিডিও। The post বিরাটের পর রোহিত, খেলা চলাকালীন মাঠে ঢুকে হিটম্যানকে চুমু খাওয়ার চেষ্টা! appeared first on Sangbad Pratidin.
Posted: 10:38 AM Oct 16, 2018Updated: 10:38 AM Oct 16, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ভারতীয় দলের সহ-অধিনায়ক। সম্প্রতি তাঁর অধিনায়কত্বে অপরাজিত থেকে এশিয়া কাপ জিতেছে টিম ইন্ডিয়া। এ হেন রোহিত শর্মার ভক্তকূল যে নেহাতই কম হবে না তেমনটাই প্রত্যাশিত। আর ভক্ত মানে তাদের মধ্যে একটু আধটু পাগলামি তো থেকেই যায়। কিন্তু তা বলে এমন কাণ্ডটি করে ফেলবেন এই সমর্থক, তা অবশ্য ভাবা যায়নি।

Advertisement

[খেলা চলাকালীন মাঠে ঢুকে কোহলিকে চুম্বনের চেষ্টা সমর্থকের, তারপর…]

কী করলেন? খোলসা করে বলা যাক। টেস্ট দলে সুযোগ না পাওয়ায় এখন মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলছেন রোহিত। কোয়ার্টার ফাইনালে তাঁর দল মুখোমুখি হয়েছিল বিহারের। বিহারের বিরুদ্ধে সেই ম্যাচে সহজেই জয় পেয়েছে মুম্বই। কিন্তু খেলা চলাকালীনই আজব কাণ্ড ঘটালেন রোহিতের এক ডাই-হার্ড ফ্যান। সেসময় রোহিত ব্যাট করছিলেন। হঠাৎ স্টেডিয়ামের রেলিং টপকে মাঠে ঢুকে পড়েন এক যুবক। নিরাপত্তারক্ষীদের চমকে দিয়ে সোজা দৌঁড়ে গিয়ে হিট ম্যানের পায়ে পড়ে যান। প্রথম প্রণাম করেন। তারপরই চেষ্টা করেন রোহিতের চিবুকে চুমু খাওয়ার। ভাগ্যিস মাথায় হেলমেট ছিল, তা এ যাত্রায় পার পেয়ে গেলেন হিটম্যান। এরপর ফের রোহিতের পায়ের ধূলো নিয়ে প্রফুল্ল চিত্তে স্টেডিয়ামে ফিরে যান সমর্থকটি। ঘটনার ভিডিও নেট দুনিয়ায় রীতিমতো ভাইরাল।

[ভারতীয় ক্রিকেটেও #MeToo-এর ছায়া, অভিযুক্ত বোর্ডের সিইও রাহুল জোহরি]

প্রায় একই রকম ঘটনা ঘটেছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টে। হায়দরাবাদেও খেলা চলাকালীনই নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মাঠে ঢুকে পড়েন সমর্থক। শুধু ঢুকে পড়াই নয়, রীতিমতো ভারত অধিনায়ক বিরাট কোহলিকে জড়িয়ে ধরে সেলফি তোলার চেষ্টা করলেন তিনি। এমনকি বিরাটের চিবুকে চুম্বন করারও চেষ্টা করেছেন ওই সমর্থক। রাজকোটেও এমনই ঘটেছিল। খেলা চলাকালীন ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠছে।

[‘এই বয়সে ওঁর ১০ শতাংশও ছিলাম না’, পৃথ্বীর প্রশংসায় পঞ্চমুখ বিরাট]

The post বিরাটের পর রোহিত, খেলা চলাকালীন মাঠে ঢুকে হিটম্যানকে চুমু খাওয়ার চেষ্টা! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement