shono
Advertisement

শতাব্দীর সবচেয়ে হাস্যকর বল! রাবাডার কীর্তিতে হাসির রোল নেটদুনিয়ায়

দেখুন সেই ভিডিও। The post শতাব্দীর সবচেয়ে হাস্যকর বল! রাবাডার কীর্তিতে হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Nov 18, 2018Updated: 08:38 PM Nov 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২০ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটে রাজত্ব করেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা। এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের তালিকা তৈরি করতে গেলে সবার উপরের সারিতে উচ্চারিত হবে প্রোটিয়া পেসারের নাম। এমনিতে তিনি নিয়ন্ত্রিত লাইন-লেন্থ এবং সুইংয়ের জন্য বিখ্যাত। তাঁর কাছ থেকে এমন ডেলিভারি এক কথায় অপ্রত্যাশিত।

Advertisement

[জানেন, দলের প্রয়োজনে টিম বাসও চালিয়েছেন ধোনি?]

শনিবার কুইনসল্যান্ডে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যেকার একমাত্র টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ইনিংসের নবম ওভারে বল করতে আসেন দক্ষিণ আফ্রিকার বোলিংয়ের অন্যতম ভরসা রাবাডা। সেসময় ব্যাট করছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। নবম ওভারের প্রথম বলে নিয়মিত রান-আপ নিয়েই পপিং ক্রিজ অবধি দৌড়ে যান প্রোটিয়া পেসার। নিয়মিত অ্যাকশনে বলও ছোঁড়েন। কিন্তু সেই বল ব্যাটসম্যানের কাছে না পৌঁছে, চলে যায় পয়েন্টের ফিল্ডারের কাছে। আসলে হাতে বলটি ঠিকমতো গ্রিপ করতে পারেননি রাবাডা। তাই শেষ অবধি সেটা তাঁর হাত থেকে ছিটকে যায়। বলটি ছিটকে গিয়ে ক্রিজে তো পড়েইনি, বরং চলে যায় পয়েন্টে ফিল্ডিং করতে থাকা দক্ষিণ আফ্রিকার সতীর্থের কাছে। রাবাডার এই বিস্ময় ডেলিভারিতে রীতিমতো চমকে যান ব্যাটসম্যান থেকে শুরু করে ফিল্ডাররা।

[‘নম্র ব্যবহার করুন’, বিরাটকে সতর্ক করল বিসিসিআই]

এদিকে, ফাঁপরে পড়ে যান দুই অন-ফিল্ড আম্পায়ার। এই ধরনের ডেলিভারিকে ‘নো’বল বলা হবে নাকি ‘ওয়াইড’ বল বলা হবে, তা নিয়ে বিস্তর গবেষণা চলে ধারাভাষ্যকারদের মধ্যেও। অবশেষে দুই অন-ফিল্ড আম্পায়ার বলটিকে ‘ডেড বল’ ঘোষণা করেন। আপাতত নেটদুনিয়ায় ভাইরাল এই বলের ভিডিও। অনেকে বলছেন, এটাই এই শতাব্দীর সবচেয়ে হাস্যকর ডেলিভারি। আবার কেউ কেউ আম্পায়ারদের ‘ডেড বল’ দেওয়ার সিদ্ধান্তকেও কাঠগড়ায় তুলছেন।

 

The post শতাব্দীর সবচেয়ে হাস্যকর বল! রাবাডার কীর্তিতে হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement