shono
Advertisement

জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন?

সোনালি সেই অতীতের এই দুর্লভ ভিডিওটি আজকের দিনে রইলো প্রত্যেক ভারতবাসীর জন্য৷ The post জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন? appeared first on Sangbad Pratidin.
Posted: 12:32 PM Jan 26, 2017Updated: 07:02 AM Jan 26, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপথের পাশে দাঁড়িয়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ৷ একপাশে কন্যা ইন্দিরাকে নিয়ে বসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু৷ লিফলেটগুলির উপর একবার চোখ বুলিয়ে নিচ্ছেন৷

Advertisement

আকাশে সুখোই, মাটিতে ভীষ্ম! রাজপথে শক্তি প্রদর্শন ভারতীয় সেনার

সেদিনও ছিল ২৬ জানুয়ারি৷ বছর কয়েকের স্বাধীন ভারতের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন৷ সোনালি সেই অতীতের ঝলক আজকের দিনে রইল প্রত্যেক ভারতবাসীর জন্য৷ ২০১৭ সালের সাধারণতন্ত্র দিবসের অবসরে দেখে নিন ১৯৫১-র ইতিহাসকে৷

ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালে৷ কিন্তু দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং মাউন্টব্যাটেন ছিলেন ভাইসরয়৷ ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল৷ ১৯৪৭ সালের ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়৷ এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর৷

পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা

বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর ২৪ শে জানুয়ারি ১৯৫০ এ গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে-লেখা দু’টি নথিতে (একটি ইংরেজি ও অন্যটি হিন্দি) স্বাক্ষর করেন৷ এর দু’দিন পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়৷ একবছরের মাথায় ১৯৫১ সালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটির বর্ষপূর্তি উদযাপন করেছিল দেশ৷ সেদিনও শান্তির কামনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু৷

সাধারণতন্ত্র দিবস সম্পর্কে এই ১০টি তথ্য জানলে আপনিও গর্বিত হবেন

The post জানেন, কেমন ছিল দেশের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement