shono
Advertisement

Breaking News

‘রাবতা’র ট্রেলারে একেবারে অন্য রূপে ধরা দিলেন সুশান্ত

দেখে নিন সোমবার মুক্তি পাওয়া ছবির ট্রেলার। The post ‘রাবতা’র ট্রেলারে একেবারে অন্য রূপে ধরা দিলেন সুশান্ত appeared first on Sangbad Pratidin.
Posted: 02:58 PM Apr 17, 2017Updated: 09:28 AM Apr 17, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও অনেকে তাঁকে দেখে ‘ধোনি’ বলে ডেকে ওঠেন। পরিচালক নীরাজ পাণ্ডের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে ভারত অধিনায়কের চরিত্রে অভিনয় করে গত বছর দারুণ জনপ্রিয়তা কুড়িয়ে ছিলেন সুশান্ত সিং রাজপুত। বাকি সব বায়োপিককে পিছনে ফেলে বক্সঅফিসে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল ধোনির আত্মজীবনী। ফলে সুশান্তের থেকে ভক্তদের প্রত্যাশাও বেড়ে গিয়েছে। অবশেষে তাঁদের প্রতীক্ষার অবসান ঘটল। এ বছর ফ্যানদের সামনে এক্কেবারে অন্য রূপে ধরা দিতে চলেছেন এই বলিউড অভিনেতা।

Advertisement

মুক্তি পেয়েছে পরিচালক দীনেশ বিজনের ছবি ‘রাবতা’-র ট্রেলার। কখনও রাজা তো কখনও আধুনিক যুগের হ্যান্ডসাম বয়ফ্রেন্ড। আপকামিং ছবির ট্রেলারে নানা লুকে দেখা গেল সুশান্তকে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন কৃতী সানন। ২০১৫ সালে শাহরুখ-কাজল অভিনীত ‘দিলওয়ালে’ ছবিতে বরুণের নায়িকা হিসেবে দর্শকের মন জয় করেছিলেন এই অভিনেত্রী। ট্রেলারেও রয়েছে বেশ চমক। শুরুটা দেখে আর পাঁচটা সাধারণ রোম্যান্টিক ছবির মতোই মনে হতে পারে। কিন্তু অভিনেতা জিম সার্ভকে স্ক্রিনে দেখানোর পরই রয়েছে চমক। পূনর্জন্ম, প্রেম, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে জমজমাট ছবির প্রথম ঝলক। ট্রেলার দেখে ছবি দেখার ইচ্ছে যে আরও বেড়ে যাবে সিনেপ্রেমীদের, তা আর বলার অপেক্ষা রাখে না।

ছবিতে সঙ্গীত পরিচালনার দাযিত্বে বাঙালি সঙ্গীত পরিচালক প্রীতম। আগামী ৯ জুন মুক্তি পাবে ‘রাবতা’। দেখে নিন সোমবার মুক্তি পাওয়া ছবির ট্রেলার।

The post ‘রাবতা’র ট্রেলারে একেবারে অন্য রূপে ধরা দিলেন সুশান্ত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement