shono
Advertisement

Breaking News

জাহির-সাগরিকার বিয়ের পার্টিতে নেচে মাতালেন বিরুষ্কা

দেখে নিন সেই ভিডিও। The post জাহির-সাগরিকার বিয়ের পার্টিতে নেচে মাতালেন বিরুষ্কা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:38 PM Nov 28, 2017Updated: 12:28 PM Sep 22, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগেই দীর্ঘদিনের বান্ধবী সাগরিকার সঙ্গে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার জাহির খান। আর সোমবার ছিল তারই পার্টি। যেখানে অংশ নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি-সহ দলের অন্যান্য খেলোয়াড়রা। ছিলেন জাহিরের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ আশিস নেহরা থেকে শুরু করে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করা বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটারও। তবে অনুষ্ঠানের মধ্যমনি হয়ে থাকলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর ‘লেডি লাক’ বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে দল। তিনি নিজে করেছেন দ্বিশতরান, ভেঙেছেন বেশ কিছু রেকর্ডও। আর তাই পার্টিতে বেশ ফুরফুরে মেজাজেই পাওয়া গেল চিকুকে। যুবরাজ-হেজেলের বিয়ের মতোই জাহির-সাগরিকার বিয়েতে গানের ছন্দে নাচলেন বিরাট-অনুষ্কা। যা তাঁদের অন্যান্য ভিডিওর মতোই নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেল।

Advertisement

[ক্রিকেটের সূচিতে বড়সড় পরিবর্তন, ম্যাচের সংখ্যা কমছে বিরাটদের]

তাঁরা যেখানেই একসঙ্গে যান, সেখানেই চিত্রগ্রাহকরা চারপাশে ভিড় জমান৷ যুবরাজ সিং ও হ্যাজেল কিচের বিয়ের অনুষ্ঠানেও ঘটেছিল একই ঘটনা৷ বিরুষ্কা কী পরলেন, কী খেলেন, কীভাবে বিবাহ আসরে ডান্স করলেন, এসবই ছিল আলোচনার বিষয়৷ এবারও তার ব্যতিক্রম হল না৷ সোমবার ক্রিকেট জগতের বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের নিমন্ত্রণ জানিয়ে ছিলেন প্রাক্তন ভারতীয় পেসার৷ সেখানেই ফের নজর কাড়লেন এই লাভ বার্ডস৷ এটাই অবশ্য প্রথমবার নয়৷ এর আগে সতীর্থ রোহিত শর্মার বিয়েতে বলি ডিভা সোনাক্ষী সিনহার সঙ্গে মঞ্চ মাতিয়ে ছিলেন কোহলি৷ এছাড়া হরভজন সিং এবং গীতা বসরার বিয়ের অনুষ্ঠানেও গানের ছন্দে পা মেলাতে দেখা গিয়েছিল তাঁকে৷ বাদ যাননি যুবির বিয়েতেও। এছাড়া এদিনের পার্টিতে জাহির-সাগরিকাকেও নাচতে দেখা যায়। এছাড়া ডান্স ফ্লোরে কামাল দেখান আশিস নেহরাও। আর ভাইরাল হওয়া ভিডিওটির এই সমস্ত দৃশ্যগুলিই সোশ্যাল মিডিয়ায় তারিয়ে তারিয়ে উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা।

‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেত্রী সাগরিকার সঙ্গে আইপিএল চলাকালীনই আংটি বদল করে নিয়েছিলেন জাহির৷ টুইটারে সেই ছবি পোস্ট করে সুখবরটি ফ্যানদের নিজেই দিয়েছিলেন তিনি৷

[গোয়ার বিরুদ্ধে দুরন্ত দিন্দা, রনজির নক আউটে বাংলা]

The post জাহির-সাগরিকার বিয়ের পার্টিতে নেচে মাতালেন বিরুষ্কা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার