shono
Advertisement
Siliguri

সমস্যা মেটাতে বসছে নতুন ওয়েল, শিলিগুড়িতে ২ দিন বন্ধ জল সরবরাহ

বিকল্প ব্যবস্থা হিসেবে প্রায় ১ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে, জানালেন মেয়র গৌতম দেব।
Published By: Sucheta SenguptaPosted: 03:58 PM Nov 22, 2024Updated: 04:02 PM Nov 22, 2024

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: নতুন ইনটেক ওয়েল চালু হবে। সেই কারণে দুদিন ধরে পানীয় জল পরিষেবা বন্ধ শিলিগুড়ি শহরে। চলতি সপ্তাহে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল শিলিগুড়ি পুরনিগম। শুক্র ও শনিবার জল সরবরাহ বন্ধ থাকায় সমস্যা হবে না বলেই দাবি করেছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, বিকল্প ব্যবস্থা করে তবেই জল বন্ধ করা হচ্ছে। তা সত্ত্বেও অবশ্য পুরনিগমের তরফে বাসিন্দাদের কাছে অসুবিধার জন্য ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে।

Advertisement

শিলিগুড়ি পুরনিগমের ৪৭টি ওয়ার্ডেই কমবেশি জলকষ্ট হয়েছে। একটিমাত্র ইনটেক ওয়েলে পলিমাটি জমে গেলেই জল পরিষেবা ব্যহত হতো। এমনকি উৎসবের মরশুমেও পানীয় জলের সমস্যা হয়েছিল। তা শুনে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই ৬ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে নতুন ইনটেক ওয়েল তৈরি করা শুরু করে পুরনিগম। সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভারচুয়ালি এই ইনটেক ওয়েলের উদ্বোধন করেন। এবার এই ওয়েল চালু করতে চলেছে পুরনিগম। আর সেই কারণে শুক্রবার ও শনিবার জল পরিষেবা বন্ধ রাখা হচ্ছে শিলিগুড়ি শহরে।

বিকল্প হিসেবে শিলিগুড়ি পুরনিগম ৩৫টি জলের ট্যাঙ্ক বিভিন্ন ওয়ার্ডে পাঠিয়ে দেবে। প্রায় ১ লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। সহযোগিতার জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে বলা হয়েছে। তাদের থেকে ৫টা ট্যাঙ্ক নেওয়া হচ্ছে। এ বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, "একটি ইনটেক ওয়েল থাকায় জলকষ্টে ভুগতে হয়েছে বাসিন্দাদের। এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবে না। কারণ বিকল্প ব্যবস্থা রয়েছে। আমরা দুদিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি। তার পরেও আমরা বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই অসুবিধার জন্য।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্র ও শনিবার - শিলিগুড়িতে দুদিন বন্ধ জল সরবরাহ।
  • জল সমস্যার স্থায়ী সমাধানে বসানো হচ্ছে ইনটেক ওয়েল।
Advertisement