সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলে গেল রাজ্য বিজেপির রথযাত্রা কর্মসূচির তারিখ৷ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এরাজ্যে রথযাত্রা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় গেরুয়া শিবির৷ তবে বদল আনা হল সেই কর্মসূচিতে৷ জানা গিয়েছে, ৩ ডিসেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পদ্মশিবিরের এই রথযাত্রা কর্মসূচি৷ তারাপীঠ, কোচবিহার ও সাগর থেকে শুরু হবে রথযাত্রা৷ উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল৷
[এইডস আক্রান্ত বৃদ্ধার চিকিৎসায় গাফিলতি, কাঠগড়ায় এনআরএস]
বিজেপি সূত্রে খবর, ৫ ডিসেম্বর তারাপীঠ থেকে এই কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এরপর ৭ ডিসেম্বর কোচবিহার ও ৯ ডিসেম্বর সাগর থেকে রথযাত্রার সূচনা করবেন তিনি৷ এরপরই আগামী বছর ২৯ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারির মধ্যে ব্রিগেডে বড় জনসভার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও প্রথমে ঠিক হয়েছিল ২৩ জানুয়ারি ব্রিগেডে বিজেপির সভা হবে। তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ দিবসের দিনই একথা ঘোষণা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। পরে সভা এগিয়ে ৯ জানুয়ারি করার কথা ভাবা হয়। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যস্ততার কথা মাথায় রেখে আরও একবার সূচি পরিবর্তন করা হয়৷
[মঙ্গলে পুজো কার্নিভাল, জোরকদমে সেজে উঠছে রেড রোড]
এই রথযাত্রার বিষয়ে আলোচনার জন্যই সোমবার রাজ্য বিজেপি দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন শীর্ষ নেতারা৷ উপস্থিত ছিলেন তিন কেন্দ্রীয় শীর্ষনেতা, শিব প্রকাশ, অরবিন্দ মেনন ও সুরেশ পূজারি৷ এছাড়া উপস্থিত ছিলেন, রাজ্য বিজেপির নেতা মুকুল রায়, রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা-সহ অন্যান্য নেতৃত্ব৷ বিজেপি সূত্রে খবর, রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্র ঘুরবে তিনটি রথ৷ যাত্রা শেষে জানুয়ারিতে প্রধানমন্ত্রী মোদির সভায় এসে যুক্ত হবে সেগুলি৷
The post বিজেপির রথযাত্রা কর্মসূচিতে বদল, উদ্বোধনে যোগী-অমিত শাহর জোড়া চমক appeared first on Sangbad Pratidin.