সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরভোটে সন্ত্রাস, হিংসার অভিযোগ তুলে সোমবার ১২ ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিল বঙ্গ বিজেপি (BJP)। রাজ্যজুড়ে সোমবার অর্ধদিবস বন্ধ। রবিবার বিকেলে সাংবাদিক সম্মেলন করে জানালেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। অভিযোগ, রাজ্যের ১০৮ পুরসভার ভোটে (WB Civic Polls 2022) লাগামহীন হিংসা চালিয়েছে শাসকদল। তার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হল গেরুা শিবিরের তরফে। অন্যদিকে, নির্বাচন পরবর্তীতে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে সোমবার সকালে রাজভবনে তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)।
রবিবার বিকেলে ভোটশেষের মুখে সাংবাদিক সম্মেলন করে বিজেপি। মুখপাত্র শমীক ভট্টাচার্যর কথায়, পুরসভা ভোটে বিভিন্ন জেলা থেকে ২২৭ টি অভিযোগ জমা পড়েছে তাদের দপ্তরে। এমনকী রাজ্য সভাপতিও দুষ্কৃতীদের তাড়া করে অশান্তি রুখেছেন বলে দাবি। যা নজিরবিহীন। এই হিংসার প্রতিবাদেই সোমবার ১২ ঘণ্টার বন্ধ ডাকা হয়েছে তাদের তরফে। এই পুরসভাগুলিতে পুনর্নির্বাচনের (Repoll) দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে তারা চিঠি লিখেছে বলেও খবর।