shono
Advertisement

‘দেশজুড়ে রাজনৈতিক দূষণ চলছে’, ক্রিসমাস উৎসবের উদ্বোধনের পরই তোপ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল নগরপালের কাজের প্রশংসাও।
Posted: 05:45 PM Dec 20, 2021Updated: 07:17 PM Dec 20, 2021

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ক্রিসমাস উৎসবের সূচনায় গিয়ে গোটা দেশকে রাজনৈতিক বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। সঙ্গে জানিয়ে দিলেন পরের বছর থেকে রাজ্যে বড় করে পালিত হবে বড়দিন। শুধু কলকাতা নয়, বড়দিন পালিত হবে জেলায়-জেলায়। তাঁর গলায় শোনা গেল নগরপালের কাজের প্রশংসাও।

Advertisement

সোমবার বিকেলে অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। উৎসবের সূচনা করে বলেন, “ক্রিসমাসের অনুষ্ঠান আরও বড় করার চেষ্টা করুন। কৃষ্ণনগর, ব্যান্ডেল, ঝাড়গ্রামেও কত চার্চ আছে।” এবছরও রাজ্যের বিভিন্ন কমিশনারেটগুলিকে বড়দিনের জন্য সাজানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য পেরিয়ে জাতীয় রাজনীতিতে ছাপ রাখতে চাইছে তৃণমূল। এদিন অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণেও মমতার গলায় শোনা গেল সেই সুর।

[আরও পড়ুন: বাসর রাত কাটিয়েই নতুন বউকে তালাক দিল বর! কী এমন ঘটল?]

অ্যালেন পার্কের মঞ্চ থেকে শুধু রাজ্যবাসী নয়, দেশ ও বিশ্ববাসীকেও বড়দিন ও নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, “গোটা দেশের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। দেশ থেকে বিশ্ব সকলকে শুভেচ্ছা। ভ্যাটিকান থেকে গোয়া, গোয়া থেকে কলকাতা সবাইকে শুভেচ্ছা।” তার পরই মমতার অভিযোগ, “দিন দিন দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ চড়ছে। রাজনৈতিক দূষণ চলছে দেশজুড়ে। ” বললেন, “যদি শান্তি বজায় রাখতে হয় তবে মুখে হাসি রাখতে হবে। তবেই মানসিক শান্তি থাকবে।”

একইসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, “গোটা দেশে সম্প্রীতি, একতা বজায় রাখতে হবে। যে যার ধর্ম পালন করুন। কিন্তু দেশ মজবুত রাখতে গেলে ঐক্য মজবুত রাখতে হবে। আমাদের লড়াই করতে হবে। লড়াই আমরা করে নেব। বেদ থেকে বলি, আমরা একতার কথা বলি।” বড়দিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পুরভোটের পরদিনই মমতার গলায় শোনা গেল নগরপাল সৌমেন মিত্রের প্রশংসাও। বললেন, “ওঁরা খুব ভাল কাজ করছে। আর এত ভাল কাজ করছে বলেই আমরা শান্তিতে থাকছি।”

[আরও পড়ুন: ভালবাসার স্বীকৃতি! পরিবারের সম্মতি নিয়েই প্রেমিককে বিয়ে কলকাতার সমকামী যুবকের]

তবে শুধু রাজনৈতিক বার্তা দেওয়া নয়, মঞ্চে মন্ত্রী ইন্দ্রনীল রায়ের সঙ্গে গলাও মেলালেন তিনি। বক্তব্য শেষে মুখ্যমন্ত্রীই ইন্দ্রনীলের কাছে দু’টি গানের ফরমায়েশ করেছিলেন-‘বিশ্ব পিতা তুমি হে প্রভু’ এবং ‘মঙ্গল দীপ জ্বেলে’। মন্ত্রী গাইলেন দু’টি গান-ই। তবে গান শুরুর আগে মুখ্যমন্ত্রীর রসিকতা, “এবার আবার ভুলভাল গেও না।” উল্লেখ্য, কার্শিয়াংয়ে গানের লাইন ভুলে গিয়েছিলেন ইন্দ্রনীল। এবারও দু’টি গানেই সামান্য কিছু ভুলচুক করে ফেলেন তিনি। এদিনও সেই ভুল ধরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী-ই। তার পর মন্ত্রীও ‘মৃদু রসিকতা’ করে বললেন, “গান গাওয়া মুশকিল এরকম ভুল ধরলে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement