সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। তার আগে ঘাসফুল শিবিরে ভাঙন লেগেই রয়েছে। শাসকদলের অনেক নেতানেত্রীই দলবদল করেছেন। হাতে তুলে নিয়েছেন গেরুয়া শিবিরের পতাকা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের রাজ্য সম্মেলনের অনুষ্ঠানে সেই সমস্ত দলত্যাগী নেতানেত্রীদের উদ্দেশে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কয়েকটা চোর-ডাকাত অনেক টাকা করে ফেলেছে। তারা গোবর্ধনের কাছে টাকা জমা দিতে যাচ্ছে। চিন্তা করার কারণ নেই। ওগুলোকে আমি টিকিট দিতাম না।” দল ছাড়ার হিড়িক লাগলেও তৃণমূলই ফের বাংলার মসনদে বসবে বলেই আত্মপ্রত্যয়ী তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি (BJP) মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তাঁর। টাকার লোভ দেখিয়ে ভোটবাক্সকে আরও মজবুত করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি তাঁর। মুখ্যমন্ত্রীর কথায়, “নির্বাচনের সময় অনেক কথা বলা হয়। কিন্তু কার্যকরী হয় না। আমরা করে বলি। ওরা যা বলে করে না। টাকা দেবে ওরা। খেয়ে নিন। টাকা দিয়ে যেন ভোট করতে না পারে সেদিকে খেয়াল রাখুন। এজেন্সি দিয়ে বেঁচে থাকুক বিজেপি। আমরা আপনাদের হৃদয়ে বাঁচব।”
[আরও পড়ুন: প্রেমের জালে ফাঁসিয়ে দেহ ব্যবসায় নামার চাপ! পোস্তা থেকে গ্রেপ্তার নারীপাচার চক্রের পান্ডা]
কোভিড (Covid-19) পরিস্থিতিতে রাজ্যবাসীর কাছে চাল পৌঁছে দেওয়ার কথা আরও একবার মনে করিয়ে দেন। তবে তা সত্ত্বেও গুটিকয়েক রেশন দোকানে অশান্তি হয়। চালের গুণমান নিয়েও প্রশ্ন ওঠে। সেই ঘটনার নেপথ্যে যদিও বিজেপির কারসাজিকেই দেখছেন মুখ্যমন্ত্রী। আর সেই প্রসঙ্গ তুলেই সোমবারের অনুষ্ঠানে আরও একবার বিজেপিকে চাঁচাছোলা ভাষায় তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কটাক্ষ, “কোভিডের সময় আমি নিজেও রেশন দোকানে ঘুরেছিলাম। ঠিকমতো চলেছে। একটা-দুটো রেশন দোকানে গন্ডগোল হয়েছে। তা নিয়ে অনেকে মিথ্যা কথা রটিয়ে দেয়। হামলাও করেছে। হিংসুটে লোকেরা কাজ নেই, কর্ম নেই কৈকেয়ী, মন্থরার মতো কুটুস-কুটুস করে। কী করে চিমটি কাটা যায়।” কেন্দ্রের বিরুদ্ধে আগেও একাধিকবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার সেই অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্র বাংলায় ‘পচা-ধসা’ চাল পাঠায় বলেও অভিযোগ করেছেন। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কৃষকদের থেকে কম পরিমাণ চাল কেনা হচ্ছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর।