shono
Advertisement
Muharram

'অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন', মহরমের দিন শান্তিরক্ষায় বার্তা ডিজি রাজীব কুমারের

মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও। এ প্রসঙ্গে বলতে গিয়ে টেনে আনলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনাও।
Published By: Paramita PaulPosted: 06:45 PM Jul 16, 2024Updated: 07:04 PM Jul 16, 2024

গৌতম ব্রহ্ম: রাত পোহালেই মহরম। অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন। রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।  শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার। মুখ খুললেন গণপিটুনি, কুলতলির সুড়ঙ্গ উদ্ধার নিয়েও।

Advertisement

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর শোনা গেল ডিজির গলায়। বললেন, "আমাদের যে স্লোগান 'ধর্ম যার যার, উৎসব সবার' এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন।" রাজীব কুমারের বার্তা, "মহরম ও উল্টোরথ-সহ বিভিন্ন উৎসবে সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয়, সেটা খেয়াল রাখবেন। পুলিশ, প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।"

[আরও পড়ুন: রেজিনগরে জাতীয় সড়কে ট্রাকের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ের, পথ অবরোধ-বিক্ষোভে উত্তপ্ত এলাকা]

সাংবাদিক সম্মেলনে দক্ষিণ ২৪ পরগনার কুলতলির দুষ্কৃতী সাদ্দাম সর্দারের বাড়ির নিচে সুড়ঙ্গ উদ্ধার নিয়েও প্রশ্ন করা হয়। প্রশ্ন ছিল, রাজ্যের একের পর এক অপরাধমূলক ঘটনা কি গোয়েন্দা ব্যর্থতা? জবাবে রাজীব বলেন, “আমেরিকার হামলার ঘটনাটিকে কি ইনটেলিজেন্স ফেইলিওর বলবেন? কিছু ঘটনা ঘটে যায়।" এর পরই তাঁর সংযোজন, "মূল বিষয় হল ঘটনাকে কীভাবে মোকাবিলা করা হচ্ছে সেটা দেখা। কোনও সিস্টেমই ১০০ শতাংশ নিশ্ছিদ্র নয়। যে সুড়ঙ্গের খোঁজ পাওয়া গিয়েছে সেটা নিয়ে উত্তেজনা ছড়ানোর প্রয়োজন নেই, তেমনি আমরা এই বিষয়টিকে ছোটো করেও দেখছি না।” এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ ভার্মা বলেন, "এটা একরকম চিটিং র‌্যাকেট। কত বড় বিষয় সেটা এখন‌ই বলা সম্ভব নয়, আমরা তদন্ত করে দেখছি।"

রাজ্যে একের পর এক জনরোষের ঘটনা ঘটছে। গণপিটুনিতে প্রাণ গিয়েছে বেশ কয়েক জনের। এদিন এনিয়ে প্রশ্ন করা হলে ডিজির সাফ বার্তা, "আইন হাতে নেওয়ার কোনও সুযোগ কাউকে দেওয়া হবে না।"

[আরও পড়ুন: ১৮ বছরেই ইউটিউব দেখে বোমা তৈরিতে দক্ষ! জয়নগরে ধৃত তরুণের বয়ানে তাজ্জব পুলিশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অন্যের অসুবিধা না করে উৎসব পালন করুন।
  • রাজ্য়জুড়ে শান্তিতে ধর্মীয় উৎসব পালনের বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। 
  • শান্তি বজায় রাখতে প্রশাসনও কোমর বেঁধে তৈরি বলে জানিয়েছেন সদ্য় দায়িত্ব নেওয়া রাজীব কুমার।
Advertisement