shono
Advertisement

Breaking News

মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ১৮ চিকিৎসকের

‘বহিরাগত’ মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি চিকিৎসকদের৷ The post মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ১৮ চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:17 PM Jun 13, 2019Updated: 06:09 PM Jun 13, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  হুঁশিয়ারির পালটায় একেবারে হাতেনাতে প্রতিবাদ৷ সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৮জন চিকিৎসক ইস্তফা দিলেন৷ মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারিতে কর্মবিরতি ভেঙে কাজে শামিল হলেও, পালটা প্রতিবাদটি হল জোরদার৷ যথাযথ পরিচয় না জেনেই মুখ্যমন্ত্রী কীভাবে ডাক্তারদেরই ‘বহিরাগত’ বলে চিহ্নিত করলেন? এই প্রশ্ন তুলে আরেক প্রতিবাদে শামিল চিকিৎসকদের একাংশ৷ এনআরএস এবং সাগর দত্ত হাসপাতালের চিকিৎসকরা গণইস্তফার হুঁশিয়ারি দিলেন৷ শুধু তাইই নয়,গণইস্তফার হুঁশিয়ারি দিয়েই সাগর দত্ত মেডিক্যাল কলেজের ১৮ চিকিৎসক ইস্তফা দিলেন৷ এঁদের বেশিরভাগ মেডিসিন বিভাগের বলে খবর৷ ইস্তফাপত্রে তাঁরা নির্দিষ্ট করে কারণ ব্যাখ্যা করেছেন, যা পরিস্থিতি, তাতে চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না৷ সেইসঙ্গে জোরাল দাবি তুললেন, মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে৷ তবে তাঁদের ইস্তফাপত্র গৃহীত হয়নি বলেও জানা গিয়েছে৷ যা নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্যমহলে৷ 

Advertisement

[আরও পড়ুন: ৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা, ডাক্তারদের হুঁশিয়ারি মমতার]

এনআরএস হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়কে মারধরের ঘটনার রেশ এত দূর পৌঁছে যাবে, তা খুব একটা ভাবা যায়নি৷ তবে অপ্রত্যাশিতভাবেই তা প্রভাব পড়ল গোটা রাজ্যের চিকিৎসা ব্যবস্থায়৷ শুধু তাইই নয়, এনিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে পুরোদমে৷ তবে এনিয়ে চর্চা পাশে সরিয়ে রেখে এই মুহূর্তে আরও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল, চিকিৎসকদের একাংশের ঘোষণা৷ যাঁরা গণইস্তফার হুঁশিয়ারি দিচ্ছেন৷

বৃহস্পতিবার, দিনের শুরু থেকেই এই ঘটনা নিয়ে জটিলতা দানা বাঁধছিল৷ ভোররাতে লিন্টন হস্টেলে আগুন, তারপর দুপুরে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেন৷ হুঁশিয়ারি দেন, কাজে না ফিরলে এসমা অর্থাৎ এমারজেন্সি মেডিক্যাল অ্যাক্টে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তাতে সাময়িকভাবে জট কাটিয়ে কাজে ফিরলেও, সমস্যা আরও বেড়েছে৷ মুখ্যমন্ত্রী এসএসকেএম গিয়ে বলেছিলেন, গণ্ডগোলে জুনিয়র ডাক্তাররা নন, হাসপাতালের ভিতরে ঢুকে বহিরাগতরাই সমস্যা বাঁধিয়েছেন৷ আর তাঁর এই মন্তব্য মোটেই ভালভাবে নেয়নি চিকিৎসকদের একাংশ৷ তাঁদের পালটা দাবি, ঘটনার দিকে যথাযথ গুরুত্ব না দিয়ে পাশ কাটাতে মমতার ‘বহিরাগত’ তত্ব খাঁড়া করেছেন৷ এর জন্য ডাক্তারদের কাছে মুখ্যমন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে৷ এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন৷ প্রয়োজনে সরকারি চাকরি থেকে গণহারে ইস্তফা দেবেন৷ আর এই ঘোষণার সঙ্গে সঙ্গে কাজও শুরু হয়ে গিয়েছে৷ জুনিয়রদের পাশে দাঁড়িয়ে সাগর দত্ত মেডিক্যাল কলেজের সুপারের কাছে ১৮ জন সিনিয়র ডাক্তার ইস্তফাও দিয়েছেন৷ যদিও সেই ইস্তফাপত্র গৃহীত হয়নি বলেও খবর৷

[আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের হস্টেলে আগুন, উত্তেজনা ছড়াল ন্যাশনাল মেডিক্যাল কলেজে]

জুনিয়র চিকিৎসকদের একাংশ এই ব্যাপার টেনে নিয়ে গেলেন একেবারে রাজ্যপালের দরবারে৷ সমস্যা কাটাতে আজ তাঁদের এক প্রতিনিধি দল গিয়েছেন রাজভবনে৷ তাঁর সমস্যার সমাধানে কেশরীনাথ ত্রিপাঠীর হস্তক্ষেপ চান৷ সেখানে নিজেদের দাবিপত্র পেশ করার পর রাজভবনের গেটে সাংবাদিকদের মুখোমুখি হন তাঁরা৷ জানান, তাঁদের দাবি একেবারেই ন্যূনতম৷ তা পূরণ হলেই পুরোদমে কাজে ফিরবেন৷ জুনিয়র চিকিৎসকদের আরও দাবি, কর্মবিরতির নামে তাঁরা কোনও মুমূর্ষু রোগীকে ফেরাচ্ছেন না৷ 

The post মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পালটা গণইস্তফা! পদত্যাগ সাগর দত্ত হাসপাতালের ১৮ চিকিৎসকের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement