সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আগে রাজভবনে ‘পিস রুম’ চালু করেছিলেন। ‘অমৃত ভারত’ (Amrita Bharat) প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে এবার রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ফের হিংসা নিয়েও সরব হলেন তিনি। রাজ্যপালের এই আচরণের তীব্র সমালোচনায় সরব রাজ্যের ঘাসফুল শিবির।
রবিবার রেলের অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যকে নিশানা করেন রাজ্যপাল। তিনি বলেন, “বাংলার দুই শত্রু দুর্নীতি ও হিংসা।” এর আগেও একাধিকবার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগেও হিংসা নিয়ে সরব হন সি ভি আনন্দ বোস। দুর্নীতি নিয়ে সুর চড়াতে শোনা গিয়েছে তাঁকে। এছাড়া রেলমন্ত্রীর কাছে ‘পিস ট্রেন’ চালুর আরজি জানান তিনি। ওই ট্রেনটি শিয়ালদহ স্টেশন থেকে জলপাইগুড়ি হয়ে দার্জিলিংয়ে যাবে।
[আরও পড়ুন: পঞ্চায়েত বোর্ড গঠনের আলোচনার মাঝেই জয়ী TMC প্রার্থীকে খুনের চেষ্টা! কাঠগড়ায় বিজেপি]
গত কয়েকমাস ধরে একের পর এক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত লেগেই রয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপালের সমালোচনা করেন। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে তুলনাও টানেন তাঁর। মতানৈক্য থাকলেও, ধনকড় কখনও এমন আচরণ করেননি বলেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই ফের কেন্দ্রের অনুষ্ঠানে গিয়ে রাজ্যের সমালোচনাকে ভাল চোখে দেখছে না তৃণমূল। সাংসদ শান্তনু সেন বলেন, “কেন্দ্রের অনুষ্ঠানে রাজ্যের নিন্দার কড়া সমালোচনা করছি। বিজেপি শাসিত রাজ্যগুলির থেকে বাংলা অনেক ভাল একথা ভুলে যাচ্ছেন। ধনকড়ের মতো আরও কিছু পাওয়ার আশায় প্রধানমন্ত্রীকে খুশি করার চেষ্টা করছেন।” বোসের মন্তব্য সংঘাতের আগুনে ঘৃতাহুতি ছাড়া আর কিছু নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।