shono
Advertisement

নবান্নে ফের রাজ্যপালের চিঠি, মমতার বিদেশ সফর নিয়ে খোঁজখবর নাকি অন্য কিছু?

শনিবার সন্ধেয় স্পেন সফর সেরে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Posted: 04:33 PM Sep 24, 2023Updated: 04:56 PM Sep 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধূপগুড়ির তৃণমূল বিধায়কের শপথ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চলছে। তারই মাঝে ফের নবান্নে পৌঁছল রাজভবনের চিঠি। সূত্রের খবর, বিদেশ সফর কেমন হল, সে সংক্রান্ত খোঁজখবর নিতে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে ওই চিঠি আর অন্য কিছু রয়েছে কি না, তা স্পষ্ট নয়। 

Advertisement

বিদেশের মাটি থেকে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সন্ধেয় কলকাতায় ফেরেন তিনি। স্পেনে পাড়ির আগে দুটি চিঠি রাজভবন থেকে পাঠানো হয়েছিল। তার মধ্যে একটি পাঠানো হয়েছিল নবান্নে। আরেকটি পাঠানো হয় দিল্লিতে। চিঠির সত্যতা স্বীকার করে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই চিঠিতে বিদেশযাত্রার জন্য রাজ্যপাল শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বলেই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে কী রয়েছে, তা অবশ্য এড়িয়ে গিয়েছিলেন রাজ্যপাল। দাবি করেছিলেন, বিদেশ সফরের আগে তাঁকে তিনি চাপ দিতে চান না। সূত্রের খবর, স্পেন সফর থেকে ফেরামাত্রই ফের নবান্নে পৌঁছেছে আরও একটি চিঠি। তাতে বিদেশ সফর কেমন হল, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: রাজ্যে ডেঙ্গির বলি আরও ১, এবার প্রাণ গেল দক্ষিণ দমদমের প্রৌঢ়ার]

জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন রাজ্যের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন। নবান্ন-রাজভবন সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছিল। দায়িত্ব নিয়ে বাংলায় আসার পর সিভি আনন্দ বোসের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক ভালই ছিল। রাজ্যপাল-নবান্ন সংঘাত বোধহয় ঘুচল বলেই ভেবেছিলেন প্রায় সকলেই। তবে কয়েকদিন কাটার পরই সংঘাতে জড়ান দুপক্ষ। বর্তমানে একের পর এক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন লেগেই রয়েছে। তা সে উপাচার্য নিয়োগই হোক কিংবা নবনির্বাচিত তৃণমূল বিধায়কের শপথ। সংঘাতের আবহে রাজ্যপালের চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সকলে।

[আরও পড়ুন: খাস কলকাতায় জাল নোটের পাহাড়! ইডেন গার্ডেন্সের কাছ থেকে গ্রেপ্তার পাচারকারী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement