shono
Advertisement

‘টেন্ডার দুর্নীতি’ রুখতে পুরসভার পায়ে বেড়ি পরাল রাজ্য

দুর্নীতির অভিযোগ নির্মূল করার লক্ষ্যেই নয়া নির্দেশিকা জারি৷ The post ‘টেন্ডার দুর্নীতি’ রুখতে পুরসভার পায়ে বেড়ি পরাল রাজ্য appeared first on Sangbad Pratidin.
Posted: 01:31 PM Jul 18, 2018Updated: 02:01 PM Jul 18, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরসভায় ‘টেন্ডার দুর্নীতি’ রুখতে কড়া পদক্ষেপ দিল রাজ্য সরকার৷ বাড়তি খরচ রুখতে ও সরকারি প্রকল্পের টাকা নয়-ছয় রুখতে নয়া নির্দেশিকা জারি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর৷ মূলত, টেন্ডারের আড়ালে পুরসভাগুলির ঘুঘুর বাসা ভাঙতেই এই পদক্ষেপ৷

Advertisement

নবান্ন সূত্রে খবর, এখন থেকে যে কোনও কাজ করাতে গেলে পুরসভাগুলিকে অর্থ দপ্তরের অনুমতি আদায় করতে হবে৷ জানা হবে, ওই কাজের প্রয়োজনীয়তা৷ অর্থ দপ্তর যদি মনে করে, তাহলে সংশ্লিষ্ট পুরসভাকে কাজের অনুমতি দেবে৷ এছাড়াও, আরও বেশ কিছু বিধি চালু করেছে রাজ্য৷ নির্দেশিকায় সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এখন থেকে কোনও সরকারি সংস্থা সরকারি কাজের টেন্ডার নিতে পারবে না৷ নির্দিষ্টভাবে টেন্ডার ডেকে উপযুক্ত সংস্থাকেই কাজের বরাত দেওয়ার কথা জানানো হয়েছে৷

[OMG! বুকে বন্দুক ঠেকিয়ে স্বামীর দুই কান কেটে নিলেন মহিলা!]

টেন্ডারের নামে পুরসভার টাকা তছরুপের অভিযোগে বিরক্ত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং৷ পুরসভায় টাকা নয়ছয় নিয়ে ঘনিষ্ঠ মহলে একাধিকবার ক্ষোভও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ পুরসভা নিজের কাজ নিজের দপ্তর দিয়ে করানোর জেরে কাজের মান ও টাকা গরমিলের অভিযোগ উঠত৷ মূলত, এই অভিযোগ নির্মূল করার লক্ষ্যেই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[এবার ফেসবুকে লাইভ দেখানো হবে মমতার একুশের ভাষণ]

এর আগেও পুরসভা ও পঞ্চায়েতগুলির টাকা খরচে লাগাম টানতে কমিটি গঠনের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পঞ্চায়েত ও পুরসভাগুলি কোন খাতে কত টাকা খরচ করছে, কত টাকা হিসেব দেখাচ্ছে, তা যথার্থভাবেই সেখানে খরচ হয়েছে কি না, তা খতিয়ে দেখতে বিধানসভায় স্থানীয় তহবিল কমিটি গঠনও হয়ে গিয়েছে৷ নতুন এই কমিটির মূল কাজ সম্পর্কে বিধানসভার নথিতে বলা হয়েছে, পঞ্চায়েত ও পুরসভাগুলিতে হিসেবের অর্থ ব্যয় হচ্ছে বলে দেখানো হচ্ছে, তা যে কাজ বা উদ্দেশ্যে করা হয়েছে বা করার জন্য ধার্য হয়েছে, তা ‘বিধিসম্মত ভাবে’ হয়েছে কি না, তাও খতিয়ে দেখা। খরচ সঙ্গতিপূর্ণ কি না, তাও খতিয়ে দেখবে এই কমিটি৷ নয়া এই কমিটি গঠনের পর আজ রাজ্য সরকারের টেন্ডার সংক্রান্ত দুর্নীতি রুখতে নয়া নির্দেশিকা পুরসভায় বাড়তি খরচের ‘হরির লুট’ রোখা সম্ভব হবে বলেই মনে করছে পর্যবেক্ষক মহলের একাংশ৷

[আরও বড় হচ্ছে বি আর সিং হাসপাতাল, আধুনিক হচ্ছে চিকিৎসা ব্যবস্থা]

The post ‘টেন্ডার দুর্নীতি’ রুখতে পুরসভার পায়ে বেড়ি পরাল রাজ্য appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement