shono
Advertisement
WB Guv

ক্যানসার আক্রান্ত ১০০ মহিলার পাশে রাজ্যপাল, শ্লীলতাহানি বিতর্কের মাঝেই অর্থসাহায্যের ঘোষণা

কীভাবে মিলবে সাহায্য, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Published By: Paramita PaulPosted: 10:49 PM May 13, 2024Updated: 10:49 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানি বিতর্কের মাঝেই ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে রাজ্যপাল। সোমবার রাজভবনের এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যানসার আক্রান্ত ১০০ জন মহিলাকে অর্থসাহায্য করবেন সি ভি আনন্দ বোস। কীভাবে মিলবে সাহায্য, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

চতুর্থ দফা ভোটের দিন রাজভবনের তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রান্তিক ও দরিদ্র ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়াবেন রাজ্যপাল। প্রথম দফায় ১০০ জন ক্যানসার আক্রান্ত মহিলাকে অর্থসাহায্য করা হবে। রাজভবনের সঙ্গে যোগাযোগের জন্য দুটি ইমেল আইডিও দেওয়া হয়েছে। governor-wb@nic.in এবং sr.spl.secretary.rajbhavan@gmail.com ইমেল করে আবেদন জমা করা যাবে। এছাড়াও চিঠি মারফতও আবেদন করা যেতে পারে। তবে কত টাকা সাহায্য় করা হবে, বা কীভাবে সেই অর্থ প্রদান করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

 

[আরও পড়ুন: সন্দেশখালি মামলা: এখনই পদক্ষেপ নয়, বিজেপি নেতা গঙ্গাধর কয়ালদের সাময়িক স্বস্তি হাই কোর্টে]

রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনেরই (Rajbhaban) মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য। সর্বোচ্চ সাংবিধানিক পদ ঘিরে এমন অভিযোগ একেবারেই কাম্য নয়। আর সেই কারণেই এনিয়ে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। এর নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে পালটা অভিযোগ রাজভবনের। আর রাজভবনের তিরে রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। সমালোচনা করেছেন খোদ মুখ্যমন্ত্রীও। এর মাঝেই ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানোর বার্তা রাজ্যভবনের। 

[আরও পড়ুন: ‘কেউ নাগরিকত্ব খোয়ালে আমি থুতু চাটব’, CAA নিয়ে চ্যালেঞ্জ মিঠুনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শ্লীলতাহানি বিতর্কের মাঝেই ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে রাজ্যপাল।
  • প্রান্তিক ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যানসার আক্রান্ত ১০০ জন মহিলাকে অর্থসাহায্য করবেন সি ভি আনন্দ বোস।
  • কীভাবে মিলবে সাহায্য, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Advertisement