সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাতৃপক্ষের শুরুতেই রাজ্যবাসীকে বাংলায় শারদীয়ার শুভেচ্ছা জানালেন রাজ্যপাল। তবে শুভেচ্ছা জানাতে গিয়েও বিতর্কে জড়ালেন সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। রাজ্যের দুর্নীতি, হিংসার বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। যা দেখে রাজ্যের শাসকদল তৃণমূলের কটাক্ষ, “ওঁর প্রভু আজ শহরে এসেছেন। তাঁকে তুষ্ট করতেই তাঁর ভাষায় কথা বলেছেন রাজ্যপাল।”
সোমবার ভিডিও বার্তায় রাজ্যপাল বাংলা উচ্চারণে দুর্গাপুজোর শুভেচ্ছা জানান। মন্ত্রপাঠও করেন। এর পরই দুর্নীতি ও হিংসা ইস্যুতে খোঁচা দিতে শোনা যায় সি ভি আনন্দ বোসকে। বলেন, “মা দুর্গার সামনে আমরা শপথ নিই, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।” দুর্নীতির সঙ্গে রক্তবীজ এবং হিংসার সঙ্গে নরকাসুরের তুলনা টেনে রাজ্যপালের দাবি, “যেভাবে রক্তবীজ ও নরকাসুরকে বধ করা হয়েছিল সেভাবেই দুর্নীতি ও হিংসাকে শেষ করব আমরা।”
[আরও পড়ুন: বাইকের টুল বক্সে লুকিয়ে ২০ লক্ষ টাকার মাদক পাচারের ছক! হাতেনাতে পাকড়াও ৩ পাচারকারী]
এর পরই রাজ্যপালকে নিশানা করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, বাংলায় হিংসা হয় না। দুর্নীতি হয় না। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রিপোর্ট বলছে, বাংলা বিজেপি শাসিত রাজ্যগুলির চেয়ে ভাল অবস্থা রয়েছে। আসলে আজ ওঁর প্রভু আজ শহরে এসেছেন। তাঁকে তুষ্ট করতেই তাঁর ভাষায় কথা বলেছেন রাজ্যপাল।” উল্লেখ্য, এদিন পুজো উদ্বোধন করতে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। সেখান থেকে রাজ্য়ে পরিবর্তনের ডাক দেন। তবে শাহের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন না রাজ্য়পাল। বরং রাজভবনে সেই সময় তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছিলেন সি ভি আনন্দ বোস।