shono
Advertisement

নববর্ষে আমজনতার জন্য খুলল রাজভবনের দরজা, শান্তির বার্তা রাজ্যপালের

রাজভবনের হেরিটেজ ওয়াকে কীভাবে অংশ নেবেন?
Posted: 12:45 PM Apr 15, 2023Updated: 12:45 PM Apr 15, 2023

নব্যেন্দু হাজরা: নববর্ষে আমজনতার জন্য খুলল রাজভবনের দরজা। শনিবার থেকে শুরু হেরিটেজ ওয়াক। কলকাতা মিউজিয়ামের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু হয়েছে হেরিটেজ ওয়াক। অংশ নিয়েছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। হেরিটেজ ওয়াকের আগে এদিন সকালে এনসিসির সাইকেল ব়্যালি এবং শান্তি মিছিলের সূচনা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শান্তির বার্তা দেন তিনি। বিকেলে রাজভবনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Advertisement

এদিন সকালে রাজ্যপাল বলেন, “শুভ নববর্ষ।” শান্তির বার্তাও দেন রাজ্যপাল। তিনি বলেন, “যুবসমাজ জানে। যুবসমাজ পারে। যুবশক্তি জেগে উঠেছে। তারাই দেশ এবং মানুষকে চালনা করবে। শান্তি প্রতিষ্ঠার জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে। আমার একটাই আরজি। দয়া করে পৃথিবীতে শান্তি আনুন। দয়া করে বাংলায় শান্তি আনুন। দয়া করে দেশে শান্তি আনুন।” তিনি আরও বলেন, “নববর্ষে বাংলা নতুন করে জেগে উঠেছে। যুবশক্তি এখন উন্মুক্ত। যুবরা দেখবেন শান্তি এবং সম্প্রীতি ফিরে এসেছে। বাংলা তার সব গৌরব ফিরে পাবে। সকলের মঙ্গল কামনা করি।”

[আরও পড়ুন: মোদির সফরের দিনই ‘ওয়াশিং পাওডারে’র পোস্টারে ছয়লাপ অসম, নিশানায় শুভেন্দুও]

নির্ধারিত সময়মতো সকাল সাড়ে ১০টায় ‘জন রাজভবনে’র দরজা খোলে। মোট ৩০ জন এদিন হেরিটেজ ওয়াকে অংশ নেন। ছিলেন একাধিক বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্রতি শনিবার বিকেলে সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজভবনের দরজা খোলা থাকবে। প্রথমদিকে কয়েক সপ্তাহ আমন্ত্রিতরাই শুধুমাত্র ঢুকতে পারবেন রাজভবনে। পরে যদিও রাজভবনের ওয়েবসাইট থেকে অনলাইনে বুকিং করতে হবে আমজনতাকে। প্রতি হেরিটেজ ওয়াকে অংশ নিতে পারবেন ৩০ থেকে ৩৫ জন।

চওড়া সিঁড়ি দিয়ে রাজভবনের ভিতরে প্রবেশ করতে পারবে আমজনতা। রাজভবনের হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা প্রথমেই দেখতে পাবেন চাইনিজ ক্যানন। এরপর নানা দেশের স্থাপত্য দিয়ে সাজানো নর্থ, সাউথ এবং সেন্ট্রাল মার্বেল হলে ঢুকতে পারবেন আমজনতা। সেখান থেকে ঘুরে লাইব্রেরিতে ঢুকতে পারবেন হেরিটেজ ওয়াকে অংশগ্রহণকারীরা। বইপ্রেমীদের এমন অনবদ্য সুযোগ হাতছাড়া করবেন না। সবুজ গাছগাছালিতে ভরা রাজভবনে মাঠে হাঁটতেও পারবেন কিছুক্ষণ। বাগানে থাকা দু’টি লেক, ব্রিজ দেখতে পাবেন সবই। এছাড়াও দেখতে পাবেন ‘রয়্যাল কোট অফ আর্মস’। তাই আর দেরি কীসের, সময় সুযোগ হলে আপনিও অংশ নিতেই পারেন হেরিটেজ ওয়াকে।

[আরও পড়ুন: পুরুষাঙ্গের প্রতি আসক্তি, বৈঠকের ফাঁকে সঙ্গম! যৌনকেচ্ছায় ভরা মার্কিন প্রেসিডেন্টদের ইতিহাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement