shono
Advertisement

কোলে বসিয়ে মোবাইল চার্জ, বিস্ফোরণে ছিন্নভিন্ন অণ্ডকোষ

আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি ভর্তি বেসরকারি হাসপাতালে।
Posted: 08:55 PM Nov 15, 2023Updated: 08:55 PM Nov 15, 2023

সৈকত মাইতি, তমলুক: কোলে বসিয়ে মোবাইলে চার্জ দিয়ে ইন্টারনেট সার্ফিং। সেই সময় অঘটন। বিকট শব্দে মোবাইল বিস্ফোরণ। ছিন্নভিন্ন উরু, নিম্নাঙ্গ-সহ অণ্ডকোষ। বুধবার দুপুরের ঘটনায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার জিঞাদায় তীব্র চাঞ্চল্য। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি ভর্তি বেসরকারি হাসপাতালে।

Advertisement

সিদ্ধা এলাকার বাসিন্দা ওই ব্যক্তি ৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন।বুধবার দুপুরে খাওয়াদাওয়ার পর অ্যান্ড্রয়েড মোবাইল চার্জ দেন। মোবাইলটি কোলের কাছে নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলেন। নজর রেখেছিলেন সোশ্যাল মিডিয়ায়। দুপুর প্রায় আড়াইটা নাগাদ আচমকা মোবাইলটি বিকট শব্দে ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই ব্যক্তি। স্থানীয়দের চেষ্টায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তমলুকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, ওই ব্যক্তির দুটি উরু এবং নিম্নাঙ্গ-সহ অন্ডকোষ প্রায় ছিন্নভিন্ন হয়ে যায়।

[আরও পড়ুন: ভাইকে ফোঁটা দিতে বাপেরবাড়ি যেতে চেয়ে মারাত্মক পরিণতি! বিষ খাইয়ে ‘খুন’ বধূকে]

কারখানার মালিক নওশাদ বলেন, গোলাম রসুল একাই ওই কারখানায় কাজ করছিলেন। তারই মাঝে অঘটন। আহতের আত্মীয় শুকুর আলি বলেন, “মোবাইল চার্জের সময় কোনও কারণে তা ফেটে গিয়েছে। আর তার জেরে এমন অঘটন।” অবশ্য এই ঘটনা প্রথম নয়। এর আগেও একাধিকবার মোবাইল বিস্ফোরণে নানা অঘটন ঘটে বলেই খবর।

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনের ২ দিন পর জয়নগরের গ্রামে ফিরছেন ‘ঘরছাড়া’রা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার