সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই করোনাকে হারিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ঘরে ফিরেছেন রাজ্যের মন্ত্রী সুজিত বোস। এবার ফের রাজ্যের আরেক মন্ত্রীর ঘরে করোনার হানা। কোভিড পজিটিভ রাজ্যের ক্রেতা উপভোক্তা দপ্তরের মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। আপাতত হোম আইসোলেশনে আছেন সস্ত্রীক মন্ত্রী। সাধনবাবুর করোনা হয়নি। তাঁর স্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে। তবে বাড়িতেই রয়েছেন দুজনে।
গত রবিবারই সাধনবাবুর শ্যালক শংকর বন্দ্যোপাধ্যায় করোনায় প্রয়াত হয়েছেন। একটি বেসরকারি হাসপাতালে বরতি ছিলেন। তাঁর সংস্পর্শে এসেছিলেন মন্ত্রী-ঘরনি। মঙ্গলবার টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। সুপ্তি পাণ্ডে এবং মন্ত্রী সাধান পাণ্ডে আপাতত হোম আইসোলেশনে আছেন। তাঁর স্ত্রী-সহ গোটা পরিবারেরই করোনা পরীক্ষা করা হয়েছিল। একমাত্র স্ত্রীর রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর মৃদু উপসর্গ রয়েছে। চিন্তার কোনও কারণ নেই জানিয়েছেন সাধনবাবু।
[আরও পড়ুন: বাবা মারা গিয়েছেন, ছ’দিন পর জানতে পারল ছেলে, ফের গাফিলতি কলকাতা মেডিক্যালে]
এদিকে, শাসকদলের অন্দরে একের পর এক নেতা-মন্ত্রীর শরীরে হানা দিচ্ছে করোনা। কিছুদিন আগে করোনাকে হারিয়ে ঘরে ফিরেছেন মন্ত্রী সুজিত বোস। তারপর কয়েকদিন আগে হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্ত বিধায়ক তমোনাশ ঘোষের। নির্মল ঘোষও করোনা আক্রান্ত হয়েছেন। তবে সেরে উঠেছেন তাঁর পরিবারের সদস্যরা। এবার করোনা ঢুকল সাধন পাণ্ডের ঘরে।
[আরও পড়ুন: ‘কোভিড শহিদ’দের সম্মান জানাতে স্মৃতিসৌধ গড়ছে রাজ্য সরকার]
The post এবার করোনা আক্রান্ত সাধন পাণ্ডের ঘরনি, সস্ত্রীক হোম আইসোলেশনে রাজ্যের মন্ত্রী appeared first on Sangbad Pratidin.