রাজ কুমার ও সুমন করাতি: লাগাতার বৃষ্টি। জল থইথই পরিস্থিতি আলিপুরদুয়ারের। বৃষ্টির জেরে ঘর থেকে বেরতে পারছেন না অনেকেই। তা বলে ভোটের আবহে প্রচার তো আর বন্ধ রাখা যায় না! তাই অভিনব প্রচার সারলেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী অনুপ দাস। জলমগ্ন এলাকায় মই দিয়ে দোতলায় উঠে ভোটারদের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি।
বুধবার দুপুরের পর বৃষ্টি থামে আলিপুরদুয়ার। আর তারপরই প্রচারে বেরন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের জেলা পরিষদের ৯ নম্বর আসনের তৃণমূল প্রার্থী অনুপ দাস। চাপরের পার ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে যান তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা। আর সেই সময় একেবারে মই বেয়ে কাঠের দোতলায় ভোটারের কাছে পৌঁছে যান অনুপ। এলাকার জল নিকাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন অনুপ দাস। প্রার্থীর অভিনব প্রচারে এলাকায় হইচই পড়ে যায়।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: স্বস্তির বৃষ্টি কলকাতায়, মালদহে বাজ পড়ে তিনজনের মৃত্যু, আগামী দু’দিন ভিজবে এই জেলাগুলি]
এদিকে, হুডখোলা অটো চেপে পঞ্চায়েত নির্বাচনের প্রচার করেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতের সারাংপুর, খাটনি, গোয়ালজোর ও গৌলা মোড় এলাকায় ভোটপ্রচার করেন। গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলাপরিষদের প্রার্থীদের নিয়ে অটো চেপে বাড়ি বাড়ি পৌঁছন বিধায়ক। সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।