shono
Advertisement

WB Panchayat Vote 2023: অপারগ স্বরাষ্ট্রমন্ত্রক! ৮২২ নয়, ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতেই পঞ্চায়েত ভোট?

আদালতে যেতে পারে নির্বাচন কমিশন।
Posted: 11:04 PM Jun 27, 2023Updated: 11:04 PM Jun 27, 2023

সুদীপ রায়চৌধুরী: পঞ্চায়েত নির্বাচনে কত কেন্দ্রীয় বাহিনী (CAPF) পাওয়া যাবে? ভোটের ১১ দিন আগেও এই প্রশ্নের জবাব মিলল না। রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এই মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই।

Advertisement

সূত্রের খবর, বুধবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন। তাদের যুক্তি, যেহেতু আদালতের নির্দেশেই মোট ৮২২ কোম্পানি চাওয়া হয়েছিল, তাই স্বরাষ্ট্রমন্ত্রকের অপারগতার বিষয়টি আদালতেই জানাবে কমিশন।

[আরও পড়ুন: পেনসিলভ্যানিয়ার পর এবার নিউ ইয়র্ক, দিওয়ালি উদযাপনে বিশেষ ঘোষণা মেয়রের]

পঞ্চায়েত ভোটের (WB Panchayat Vote 2023) জন‌্য কমিশনের আরজিতে ২২ কোম্পানি বাহিনী ইতিমধ্যে রাজ্যে এসে গিয়েছে। তাদেরকে একাধিক জেলাতে মোতায়েনও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হয়। এর প্রেক্ষিতে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ কোম্পানি বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হলেও সমাধান সূত্রে অধরাই। সূত্রের খবর, যে ৩৩৭ কোম্পানি বাহিনী পাওয়া যাচ্ছে, তা দিয়েই পঞ্চায়েত ভোট করবে বলে মনস্থির করেছে কমিশন। তবে আদালতকেও বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে।

কমিশন সূত্রে খবর, বুধবারের মধ্যেই দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।
ইতিমধ্যে নির্বাচনে বিশেষ পর্যবেক্ষকদের নাম ও ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে তাঁদের ফোন করে অভিযোগ জানানো যাবে।

[আরও পড়ুন: ভারতীয় সেনায় লুকিয়ে পাক নাগরিক? সিআইডির সঙ্গে তদন্তে সিবিআইও, নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement