রঞ্জন মহাপাত্র, কাঁথি: বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীর কনভয়ে পুলিশি তল্লাশি। বুধবার সন্ধেয় ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে। পুলিশের দাবি, সাংসদের গাড়িতে টাকা না নগদ রয়েছে কি না তা দেখতেই তল্লাশি। পালটা সাংসদের দাবি, তল্লাশির জেরে সভায় পৌঁছতে দেরি হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেজ ভাই তথা তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারী(Dibyendu Adhikari)। বুধবার সন্ধ্যায় তাজপুরে একটি সভায় যাচ্ছিলেন। সেই সময় পূর্ব মেদিনীপুরের কাঁথির দীঘা বাইপাসে কনভয় থামিয়ে তাঁর গাড়িতে পুলিশের তল্লাশি চলে। তাঁর গাড়িতে করে টাকা বা উপহার সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কিনা খতিয়ে দেখার জন্যই দিব্যেন্দুর গাড়ি আটকানো হয়। চলে তল্লাশি। মহকুমা শাসক জানিয়েছেন, বিষয়টি নির্বাচনীবিধি অনুযায়ী তল্লাশি চলছে। যদিও কিছু মেলেনি।
[আরও পড়ুন: ছাপ্পা কমেই রাজ্যে কমছে ভোটের হার! দায়ী পঞ্চায়েতের হিংসাও, মত কমিশনের]
সভায় বক্তব্য রাখার সময় দিব্যেন্দু বলেন, পুলিশ তল্লাশির নামে তাঁর দেরি করিয়েছে। তাই তাঁর সভায় পৌঁছতে দেরি হল। তবে এই নিয়ে তার কোন অভিযোগ নেই। বরং গাড়ি তল্লাশি করার সময় পুলিশকে সহযোগিতা করেছেন তিনি। তবে এই ঘটনায় এলাকায় শোরগোল ছড়িয়েছে।