নিরুফা খাতুন: দুর্গাপুজোর নবমীতে পুজোর আনন্দ খানিকটা হলেও মাটি করেছিল বৃষ্টি। তবে লক্ষ্মী কিংবা কালীপুজোয় বৃষ্টি সেভাবে দাপট দেখাতে পারেনি। এবার পালা জগদ্ধাত্রী পুজোর। বৃষ্টি মাটি করবে জগদ্ধাত্রী পুজোর আনন্দ? উৎসবপ্রেমীদের মনে এই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। আর তাঁদের জন্য বেশ আশঙ্কারই খবর শোনাল হাওয়া অফিস।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় উষ্ণতা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি জারি থাকবে। সকাল, সন্ধ্যা শীতের আমেজ কিছুটা ফিরবে। পশ্চিমের জেলায় শীতের আমেজ একটু বেশি থাকবে। আগামী তিনদিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১-২ ডিগ্রি কমতে পারে।
[আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের চাপ শ্বশুরবাড়ির! মেয়ের আত্মহত্যার বিচার না পেয়ে আত্মঘাতী মা’ও]
সোম ও মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের কারণে বাড়তে পারে তাপমাত্রা। সপ্তাহের শেষ দিকে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। কলকাতার তাপমাত্রা এই সপ্তাহে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে। জগদ্ধাত্রী পুজোর নবমীতে অর্থাৎ মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এই মুহূর্তে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের অবস্থান। একটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। এছাড়া দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণিঝড় ‘মিধিলি’র অবশিষ্টাশ নিম্নচাপ রূপে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা ও সংলগ্ন এলাকায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তার শক্তি ক্ষয় হবে।