নিরুফা খাতুন: গরম থেকে আপাতত রেহাই নেই বঙ্গবাসীর। আরও সাতদিন রাজ্যে চলবে তাপপ্রবাহ। পার্বত্য দুই জেলা ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী চারদিন দিনে ধীরে বাড়বে তাপমাত্রা। প্রয়োজন ছাড়া সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রোদে না বেরনোর পরামর্শ বিশেষজ্ঞদের।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মহারাষ্ট্র থেকে তামিলনাড়ু পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান বাংলাদেশ এবং আসাম সংলগ্ন এলাকায়। বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে দুপুরের দিকে বইতে পারে লু। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। সাত জেলায় অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতেও বইতে পারে লু।
[আরও পড়ুন: পরিচিতর ডাকে সাড়া, পার্ক স্ট্রিটের নামী হোটেলে গিয়ে ভয়ংকর অভিজ্ঞতা ব্যবসায়ীর]
মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। রবি থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। হতে পারে শিলাবৃষ্টি।