shono
Advertisement

টেটের ‘প্রশ্ন ভুল’মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে বিপুল জরিমানা কলকাতা হাই কোর্টের

নিজের উপার্জনের অর্থ থেকেই দিতে হবে জরিমানা।
Posted: 03:54 PM Sep 03, 2021Updated: 04:10 PM Sep 03, 2021

শুভঙ্কর বসু: টেটের (TET) ‘প্রশ্ন ভুল’ মামলায় বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) সভাপতি মানিক ভট্টাচার্য। তাঁকে বিপুল টাকা জরিমানা করল হাই কোর্ট (Calcutta High Court)। হাই কোর্টের নির্দেশে খুশি মামলাকারীরা।

Advertisement

ঘটনার সূত্রপাত বেশ কয়েকবছর আগে। ২০১৪ সালের টেট পরীক্ষার পর পরীক্ষার্থীদের একাংশ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, ছ’টি প্রশ্ন ভুল ছিল। সেই মামলা চলাকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি ছিলেন সমাপ্তি চট্টোপাধ্যায়।বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল তৈরি করার নির্দেশ বিশ্বভারতীকে দিয়েছিলেন তিনি। প্রশ্নগুলি খতিয়ে দেখেন তাঁরা। পরবর্তীতে বিশেষজ্ঞরা জানান, ওই ৬টি প্রশ্নই ভুল ছিল।

[আরও পড়ুন: বিখ্যাত মৃৎশিল্পী গোপেশ্বর পালের পরিবারের প্রস্তাবে সায় রাজ্যের, হেরিটেজ তকমা পেতে চলেছে স্টুডিও]

বিশেষজ্ঞদের তথ্যের ভিত্তিতে ২০১৮ সালের ৩ অক্টোবর আদালত নির্দেশ দেয়, যারা ওই ৬ টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে। অভিযোগ, হাই কোর্টের এই নির্দেশ পালন করেনি পর্ষদ। পরবর্তীতে ৬টি প্রশ্নের নম্বর দেওয়ার দাবিতে পর্ষদের দ্বারস্থ হন ১৯ জন পরীক্ষার্থী। অভিযোগ, সেখানে তাঁদের সহযোগিতা তো দূর অস্ত, উলটে হেনস্থা করা হয়। এরপর ওই ১৯ জন পরীক্ষার্থী ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। শুক্রবার অরিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানি হয় সেই মামলার। সেখানেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে বিপুল টাকা জরিমানা করল কলকাতা হাই কোর্ট।

আদালতের তরফে মানিক ভট্টাচার্যকে ১৯ জন আবেদনকারীকে ২০ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই টাকা দিতে হবে নিজের উপার্জন থেকে। এছাড়া আগামী ৭ দিনের মধ্যে মামলাকারী পরীক্ষার্থীদের ওই ৬ টি প্রশ্নের নম্বর দিতে হবে। পরবর্তী ৭ দিনের মধ্যে তাঁদের নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

[আরও পড়ুন: WB By-Election: ৭ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবি, হাই কোর্টে দায়ের জনস্বার্থ মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement