সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষ হওয়ার পর থেকে চিন ও ভারতের মধ্যে বিবাদ বেড়েছে। বিভিন্ন সীমান্তে তৎপরতা দেখানোর পাশাপাশি পরিকাঠামোও তৈরি করছে লালফৌজ। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ চিনের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে সরব হলেও কোনও ভ্রূক্ষেপ নেই চিনের। এই বিষয় নিয়ে টানাপোড়েন চলার মাঝেই বেজিংকে হুমকি দিলেন ভারতীয় বায়ুসেনা প্রধান। পরিষ্কার জানিয়ে দিলেন চিন (China) আগ্রাসী মনোভাব দেখালে ভারতও আক্রমণাত্মক হতে পারে।
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড্রাগনের মনোভাবের তীব্র সমালোচনা করেন ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া (RKS Bhadauria)। আন্তর্জাতিক মহলের সমালোচনা সত্ত্বেও লাদাখ সীমান্ত থেকে কোনওমতেই পিছু হটছে না লালফৌজ। তাদের যোগ্য জবাব দিতে সামনাসামনি দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় সেনা জওয়ানারাও। এই বিষয়টি উত্থাপন করেন এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া বলেন, ‘চিন যদি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আগ্রাসী মনোভাবের পরিচয় দেয় তাহলে ভারতও আক্রমণাত্মক হতে পারে।’
[আরও পড়ুন: ‘এক ভাষা, এক সংস্কৃতির ধারণা চাপানোর চেষ্টা চলছে’, মোদি সরকারের বিরুদ্ধে সরব রাহুল ]
এর আগে ডিসেম্বর মাসে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় বায়ুসেনা প্রধান বলেন, ‘গোটা বিশ্বের সামনে ভারতের সঙ্গে কোনও গুরুতর লড়াই চিনের পক্ষে ভাল হবে না। যদি চিনের লক্ষ্য বিশ্বের মানচিত্রে গুরুত্বপূর্ণ জায়গা দখল করা হয় তাহলে এই পরিকল্পনা তার ক্ষতি করবে। উত্তরের দেশগুলির সম্পর্কে চিনের পরিকল্পনা রয়েছে তত বদলে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা যা অর্জন করেছে তাকে আমরা মান্যতা দিই।’