shono
Advertisement

Breaking News

১৭-২৩ মার্চ Horoscope: কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন এই রাশির জাতকরা, কেমন কাটবে নতুন সপ্তাহ?

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা।
Posted: 10:16 AM Mar 17, 2024Updated: 10:16 AM Mar 17, 2024

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? কারা পাবেন সুসংবাদ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। ঠিকাদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা বড় কাজের সুযোগ পাবেন। প্রতিবেশীর সঙ্গে সৎ-ব‌্যবহার রাখুন। লটারি বা শেয়ারে খুব বেশি বিনিয়োগ করবেন না। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন।

বৃষ

গ্রহ সন্নিবেশ অনুযায়ী এই রাশির জাতক-জাতিকাদের বড় পরিবর্তন লক্ষ‌ করা যায়। কর্মক্ষেত্রে দায়িত্বজ্ঞানহীনতার জন‌্য উচ্চপদস্থ ব‌্যক্তির কাছে অপমানিত হতে পারেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে। খাওয়াদাওয়ার ক্ষেত্রে সাবধানে থাকুন শ্বশুরকুলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ।

মিথুন

সপ্তাহের শুরুতে বহুদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সফল হবে না। ব‌্যবসা পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অনিদ্রাজনিত রোগ থেকে সাবধান। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সংগীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে‌্যর যোগ ও কর্মপ্রাপ্তি।

কর্কট

কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। অার্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। সন্তানের অাচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধে‌্য খারাপ হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতির আশা উজ্জ্বল। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। ছোট ভাই-বোনদের অন‌্যায় আচরণ কখনওই মেনে নেবেন না। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন।

সিংহ

সপ্তাহের শুরুটা খুব একটা অাশাব‌্যঞ্জক হবে না। সপ্তাহের মধ‌্যভাগে হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। হঠাৎ কোনও খবরে বিচলিত হয়ে উঠতে পারেন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন সম্পত্তি লাভ হতে পারে। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। অবিবাহিতদের বিবাহের পর আর্থিক উন্নতি সম্ভব। পিতামাতার স্বাস্থে‌্যর দিকে নজর দিন। সপ্তাহের শেষে নতুন যানবাহন কেনার সুযোগ আসতে পারে, কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পাবেন। অত‌্যধিক শ্রমের জন‌্য মানসিক অবসাদে পড়তে পারেন।

কন্যা

জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। লৌহ ও ঔষধ ব‌্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারবেন। এই রাশির জাতক-জাতিকাদের ধনভাব শুভ। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকবেন। পরিবারে কারও চিকিৎসার জন‌্য ব‌্যয়বৃদ্ধি হতে পারে। সন্তানদের লেখাপড়ায় বাড়তি নজর দেবেন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় ব‌্যবসায়িক সাফল‌্য ধরে রাখতে পারবেন। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন।

তুলা

সপ্তাহের শুরুতে আর্থিক চাপ থাকবে। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার জন‌্য পরীক্ষার ফল আশানুরূপ হবে না। পারিবারিক সমস‌্যা মেটানোর জন‌্য গুরুজনদের পরামর্শ নেওয়া উচিত। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন‌্য সময়টি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছাত্রছাত্রীদের সাফলে‌্যর সম্ভাবনা। ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যার মুখে পড়তে পারেন। আপনার বহু বন্ধু থাকলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। ভ্রমণের যোগ লক্ষ‌্য করা যায়।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো যাবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন।

ধনু

এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। পৈত্রিক সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনদের সঙ্গে মনোমালিন‌্য সম্পর্কে অবনতি। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। শিক্ষার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। চাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। আপনার ভালমানুষী পরিবারে অনেকে সুযোগ হিসাবে নেওয়ার চেষ্টা করবে। সন্তানের স্বাস্থে‌্যর উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি।

মকর

স্ত্রীর প্রচেষ্টায় একাধিক উপায়ে উপার্জনের সুযোগ আসবে। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য অর্থ খরচ হতে পারে। সৃজনশীল কাজে স্বীকৃতিলাভ ও সন্তোষজনক উন্নতি। অংশীদারি ব‌্যবসায় ভুল বোঝাবুঝির ফলে ব‌্যবসায় মন্দাভাব। খাওয়াদাওয়ার ব‌্যাপারে সতর্ক থাকুন। রাজনীতিবিদরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তিলাভ করতে পারেন। লোকশিল্পীরা তঁাদের কাজের স্বীকৃতিস্বরূপ সরকারি স্বীকৃতি লাভ করতে পারবেন।

কুম্ভ

এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হতে পারে। ব‌্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। পাড়া-প্রতিবেশীদের সঙ্গে অযথা মনোমালিনে‌্য যাবেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা বিকল্প উপার্জনের পরিকল্পনায় সফল হতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। পিতার শরীর খুব একটা ভালো যাবে না।

মীন

শিক্ষার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। নিজের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। কলকারখানায় কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। পরিবারে আবেগতাড়িত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করবেন না। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। শারীরিক সমস‌্যার জন‌্য ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার