shono
Advertisement
Weekly Horoscope Update

২৮ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত Horoscope: কর্মক্ষেত্রে উন্নতি না চাকরি বদল, কেমন কাটবে চলতি সপ্তাহ? জেনে নিন রাশিফল

বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন মেষ রাশির জাতকরা।
Published By: Paramita PaulPosted: 10:47 AM Jul 28, 2024Updated: 10:50 AM Jul 28, 2024

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মেষে চন্দ্র, বৃষে মঙ্গল ও বৃহস্পতি, কর্কটে রবি ও শুক্র, সিংহে বুধ, কন‌্যায় কেতু, কুম্ভে বক্রী শনি এবং মীনে রাহু। ৩১ জুলাই দুপুর ২.৩৪ মিঃ শুক্র সিংহে প্রবেশ করিবে। কী হবে এর প্রভাব? (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মেষ

পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। সন্তানের কুকীর্তির জন‌্য পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। পরিবারের একাকীত্ব দূর করার জন‌্য কাছেপিঠে ভ্রমণে যেতে পারেন। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হবার সম্ভাবনা। আয়-ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখে চলার চেষ্টা করুন। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন।

বৃষ

ব‌্যবসায়ীরা সপ্তাহের শুরুতে আর্থিক লেনদেন নিয়ে সমস‌্যায় পড়তে পারেন। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। কৃষিজীবী ও মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। অন্যের কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। খেলাধুলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। বন্ধু-বান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না।

মিথুন

নতুন কর্মপ্রার্থীরা সপ্তাহের প্রথমে ভালো খবর পাবেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। জীবনে উত্থান-পতন থাকলেও ক্রমান্বয়ে কাটিয়ে উঠতে পারবেন। সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে আপনার নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। মানসিক শান্তির জন‌্য পুজোপাঠে মন দিন। দুর্জন ব‌্যক্তির থেকে নিজেকে সরিয়ে রাখুন। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব‌্যবসা শুরুর কথা ভাবতে পারেন। বন্ধুরূপী শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। কর্মপ্রার্থীরা নতুন উদম‌্য নিয়ে কর্মের চেষ্টা করুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হবে।

কর্কট

সপ্তাহের প্রারম্ভে ব‌্যয় কম হওয়ার ফলে সঞ্চয়ে মন দিন। পারিবারিক বিবাদের জন‌্য ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। নিজের আয় অনুযায়ী খরচ করার চেষ্টা করুন। ছেলেমেয়েদের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যার জন‌্য চাকরি পরিবর্তনের চেষ্টা করা উচিত। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচানোর জন‌্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। সন্তানের অন‌্যায় আবদার সবসময় মেনে নেবেন না। কর্মপ্রার্থীরা উপার্জনের জন‌্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন।


সিংহ

চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। এই সময় ব‌্যবসায় বড় ধরনের বিনিয়োগ না করাই শ্রেয়। ব‌্যক্তিগত জীবনে কিছু সমস‌্যার সমাধান এই সময় হতে পারে। কর্মক্ষেত্রে প্রতারকের পাল্লায় পড়ে অর্থহানির আশঙ্কা। পারিবারিক সমস‌্যায় কোনও মতামত দেওয়ার আগে ভালো করে ভাবনাচিন্তা করে নেবেন। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। জমি বা ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। বিবাহিত জীবনের উপর চাপ থাকবে। কন‌্যাসন্তানের বিয়ের প্রস্তাব আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পুজোপাঠে মন দিন।

কন্যা

অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম করবেন না। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতিস্বরূপ পদোন্নতি ও আর্থিক উন্নতি। সৃজনশীল কাজে উন্নতি। প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা। অকারণে কারও সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়বেন না। হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের বরাত বাড়তে পারে। সন্তানদের উৎশৃঙ্খল আচরণের জন‌্য পরিবারে অশান্তি। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের দিকে সতর্ক দৃষ্টি রাখুন। সপ্তাহের শেষের দিকে পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

তুলা

 এই সপ্তাহে কোনও বড় লগ্নি করবেন না। ব‌্যবসায় সফলতা না পেলেও ভেঙে পড়বেন না। বাবা ও মায়ের একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। খরচ বহুল জীবনযাত্রা সাময়িক আরাম দিলেও আগামিদিনে এর পরিণাম বুঝতে পারবেন। সন্তানের স্বাস্থে‌্যর কারণে চিন্তিত থাকতে পারেন। যাঁরা কর্মক্ষেত্রে টাকাপয়সা নিয়ে কাজ করেন, তাঁরা খুব সতর্কভাবে কাজ করবেন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন।

বৃশ্চিক

সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মক্ষেত্রে বন্ধুর সহযোগিতায় উন্নতির যোগ। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। সন্তানের জন্মদিনে অতিরিক্ত খরচ না করে গরিব মানুষের জন‌্য সাহাযে‌্যর হাত বাড়িয়ে দিন। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে মানসিক শান্তিতে থাকুন। আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। সংসারে সুখশান্তি বজায় থাকবে। জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার।

ধনু

আর্থিক দিক থেকে এই সপ্তাহটি বিনিয়োগ ও সম্পদ বৃদ্ধির জন‌্য শুভ। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। সন্তানের পড়াশোনায় পরিবর্তনযোগ লক্ষ‌্য করা যায়। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারি বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। পরিবহণ ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবে প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। পেশাগত কিছু সমস‌্যা থাকলেও সহকর্মীদের সঙ্গে কথা বলে সমস‌্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় উন্নতির যোগ। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ।

মকর

 সম্পত্তি কেনাবেচার জন‌্য সপ্তাহটি শুভ। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা আধ‌্যাত্মিক চেতনাকে কাজে লাগান। সন্তানের ভবিষ‌্যৎ নিয়ে অত‌্যধিক চিন্তাভাবনা না করাই শ্রেয়। কর্মক্ষেত্রে হঠাৎ বড় পরিবর্তন আসবে। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। চাষিরা সঠিক দামে ফসল বিক্রি করার চেষ্টা করুন। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ এলেও সঠিক পথ বেছে নেওয়া প্রয়োজন।

কুম্ভ

সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। এই সময় কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে। তবে কখনওই আত্মবিশ্বাস হারাবেন না। পাহাড়ে ভ্রমণের সময় সতর্কতা বাঞ্ছনীয়। প্রেম-পরিণয়ের ক্ষেত্রে একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। কতিপয় ব‌্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত ব‌্যবসার জন‌্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ‌্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধুবান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারেন। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না।

মীন

কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। যানবাহনে ওঠানামার সময় সতর্ক থাকুন। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বাবা-মার মধে‌্য কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। চিকিৎসা বিভ্রাটের জন‌্য বাড়তি অর্থ খরচ হতে পারে। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধানে থাকুন। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। ভাই-বোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় আচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব‌্যাপারে সতর্ক দৃষ্টি রাখুন মেষ রাশির জাতকরা।
  • বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কন্যা রাশির জাতকরা।
  • নিজের ভুল সিদ্ধান্তের জন‌্য অর্থনৈতিক সমস‌্যায় পড়তে পারেন তুলা রাশির জাতকরা।
Advertisement