shono
Advertisement

২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় মৃত্যু শূন্য, রাজ্যে সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ

বর্তমানে বাংলায় করোনার কবলে ৩,২২৬ জন।
Posted: 08:31 PM Mar 05, 2021Updated: 08:45 PM Mar 05, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী (Assembly Election) আবহে বেড়েই চলেছে রাজনৈতিক দলগুলির মিটিং-মিছিল-জনসভা। তবে তার মধ্যেও রাজ্যের স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে মিলল সাময়িক স্বস্তি। ২৪ ঘণ্টায় কলকাতায় একজনেরও প্রাণ যায়নি মারণ করোনা ভাইরাসে। গতকালের তুলনায় বাড়ল বাংলার সুস্থতার হারও।

Advertisement

শুক্রবার স্বাস্থ্যদপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা (Corona virus) আক্রান্ত হয়েছেন ২৫৫ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। যার মধ্যে ৭৮জন আক্রান্ত তিলোত্তমায়। তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে সংক্রমিত ৭২জন। আলিপুরদুয়ার, কালিম্পং ও পুরুলিয়ায় ২৪ ঘণ্টায় কোনও করোনা আক্রান্তের খবর নেই। এখনও পর্যন্ত রাজ্যের মোট করোনা আক্রান্ত ৫ লক্ষ ৭৬ হাজার ১৭৬ জন। কমেছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। বর্তমানে ৩,২২৬ জন করোনার কবলে।

[আরও পড়ুন: প্রথম দু’দফার ৩৮টি আসনে প্রার্থী ঘোষণা বামেদের, দেখে নিন তালিকা]

মারণ ভাইরাসে এখনও প্রাণ হারাচ্ছেন রাজ্যবাসী। ২৪ ঘণ্টাতে কলকাতায় মৃত্যু শূন্য হলেও উত্তর ২৪ পরগনায় প্রাণ হারিয়েছেন ২ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ২৭৫ জন। তবে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে সাহস জোগাচ্ছেন করোনাজয়ীরাই। প্রতিদিন একটু একটু করে বাড়ছে সুস্থতার হার। একদিনে রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২৬৩ জন। বর্তমানে মোট ৫ লক্ষ ৬২ হাজার ৬৭৫ জন ভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৭.৬৬ শতাংশ।

দেশজুড়ে জোরকদমে চলছে দ্বিতীয় পর্যায়ের করোনা টিকাকরণ। পিছিয়ে নেই বাংলাও। কলকাতা কর্পোরেশনে আবার আধার কার্ড দেখিয়েই টিকা গ্রহণ করতে পেরেছেন প্রবীণরা। তবে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চালু হওয়ার পাশাপাশি একইরকম ভাবে চলছে টেস্টিং। এখনও পর্যন্ত রাজ্যে ৮৬ লক্ষ ৫৮ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা হয়েছে। যার মধ্যে ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৫১জনের করোনা টেস্ট হয়েছে।

[আরও পড়ুন: ভরসা পরিচিত মুখে, প্রথম দু’দফা ভোটের প্রার্থী তালিকা ঘোষণা বাম শিবিরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement