সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে, বাড়ির দেওয়ালে কিম্বা ইলেকট্রিক খুঁটিতে একটু ভাল করে লক্ষ্য করলেই দেখা যায় রকমারি বিজ্ঞাপনের বাহার। কখনও বশীকরণের প্রলোভন, কখনও কর্মখালির বিজ্ঞাপন। এই পোস্টারগুলি দেখলে অনেকেরই চোখ আটকে যায় কয়েক সেকেন্ডের জন্য। এবার এই রকমারি বিজ্ঞাপন দেওয়ার ধরনকে ভোটের ময়দানে ব্যবহার করছে বামেরা। সোশ্যাল মিডিয়ায় সংযুক্ত মোর্চার সমর্থনে এমন কিছু পোস্টারের ছবি পোস্ট করা হচ্ছে, যা একইসঙ্গে নজরকাড়া এবং চটকদারি। এই পোস্টারগুলি তৈরি করা হয়েছে বিভিন্ন চটকদারি বিজ্ঞাপনের আদলেই। কে বা কারা, এগুলি তৈরি করেছে সেটা অবশ্য স্পষ্ট নয়।
বামেদের প্রচারের একটি পোস্টার লেখা হয়েছে জ্যোতিষীদের দেওয়া বশীকরণের বিজ্ঞাপনের আড়ালে। বামেদের বক্তব্য, যে কোনও সাম্প্রদায়িক বশীকরণের হাত থেকে মুক্তি পেতে ভোট দিতে হবে বাম জোটকে। কারণ, জাতপাতের জাঁতাকল থেকে মুক্তি পাওয়ার অব্যর্থ ওষুধ একমাত্র বাম জোট।
অন্য একটি পোস্টারে আবার দলবদলু নেতাদের অভিনয়ের সুযোগ থেকে বঞ্চিত করার ডাক দেওয়া হয়েছে।
নজর কেড়েছে রাতে ঘুম হওয়ার উপায় বাতলে দেওয়া পোস্টারও। যাতে বলা হয়েছে, রাতে ঘুম হচ্ছে না? চাল, ডাল, তেল, নুনের দামের চোটে উনুনে হাঁড়ি চড়ছে না? বাঁচবার ঠিকানা বামেরা।
[আরও পড়ুন: মমতার পালটা সভায় কার্যত ফাঁকা মাঠে ভাষণ যোগীর, হিন্দুত্ব ইস্যুতে বিঁধলেন তৃণমূল সুপ্রিমোকে]
কোনও পোস্টারে আবার বলা হয়েছে, “চাকরি চাই? বছর বছর চাকরি পেতে একমাত্র ঠিকানা বামেরা।”
শুধু তাই নয়, নিজেদের নতুন পোস্টারে ‘বাম্পার জীবনযাত্রা’র অফারও দিয়েছে সংযুক্ত মোর্চা।
সার্বিকভাবে এই বুদ্ধিদীপ্ত বিজ্ঞাপনগুলি বেশ নজর কেড়েছে নেটদুনিয়ার।
[আরও পড়ুন: মমতার পালটা সভায় কার্যত ফাঁকা মাঠে ভাষণ যোগীর, হিন্দুত্ব ইস্যুতে বিঁধলেন তৃণমূল সুপ্রিমোকে]
প্রসঙ্গত, বামেরা এবারের ভোটের আগে রীতিমতো অন্য মেজাজে। বাঁধা গতের বাইরে বেরিয়ে তারুণ্য এবং নতুনত্বকে বরণ করে নেওয়ার চেষ্টা করছে লাল-শিবির। ইতিমধ্যেই দলের প্রচারের জন্য টুম্পা সোনা, লুঙ্গি ডান্সের মতো গানের প্যারোডি তৈরি করেছে তাঁরা। যা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। এর জন্য অবশ্য সমালোচনাও শুনতে হয়েছে বাম শিবিরকে। কিন্তু তাতে দমে না গিয়ে এবার তাঁরা আনল এই নতুন পোস্টারগুলি।