shono
Advertisement

Breaking News

মার্চের শুরুতেই বিধানসভার অধিবেশন, চলতি অর্থবর্ষের বাজেট পেশের সম্ভাবনা

বিধানসভা সূত্রে বাজেট অধিবেশনের দিনক্ষণ জানা গিয়েছে।
Posted: 02:41 PM Feb 17, 2022Updated: 02:42 PM Feb 17, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জটিলতা কাটিয়ে মার্চের শুরুতেই বসতে চলেছে রাজ্য বিধানসভার অধিবেশন (WB Assembly Session)। হিসেব অনুযায়ী, এই অধিবেশনেই রাজ্য বাজেট (Budget) পেশ হওয়ার কথা। সম্ভাব্য দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে বলে বিধানসভা সূত্রে খবর। এর আগে রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনে অধিবেশন স্থগিত করে দিয়েছিলেন রাজ্যপাল। এবার দিনক্ষণ চূড়ান্ত হলে রাজ্যপাল ফের ঘোষণা করবেন বলে খবর।

Advertisement

বিধানসভা সূত্রে খবর, ২ মার্চ থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ওইদিনই রাজ্যপালের সূচনা ভাষণ। ৩ তারিখ শোকপ্রস্তাব পেশ। আর ৪ তারিখ বাজেট পেশ হতে পারে। তবে ওইদিন রাজ্যের ১০৮ পুরসভা নির্বাচনের ফলপ্রকাশ। আবার মুখ্যমন্ত্রী ওইদিন বারাণসী (Varanasi)যাবেন উত্তরপ্রদেশ নির্বাচনের শেষ ধাপে প্রচারে। ফলে ঠিক ২ তারিখই তা শুরু হবে কি না, তা নিয়ে এখনও খানিকটা সংশয় রয়েছে। তবে মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই রাজ্য বাজেট পেশ হবে, তেমনই খবর বিধানসভা সূত্রে।

[আরও পড়ুন: কেন্দ্রের বিধিনিষেধ তোলার বার্তার পরদিনই দেশে বাড়ল দৈনিক আক্রান্ত ও পজিটিভিটি রেট]

এর আগে গত ১২ তারিখ থেকে বিধানসভা বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা ছিল। আর ওইদিনই সাংবিধানিক অধিকার প্রয়োগ করে বিগত অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনেই বিধানসভায় ‘প্রোরোগ’ করেন তিনি। ওইদিন টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান। পরিষদীয় দপ্তরের তরফে অধিবেশনের সমাপ্তি ঘোষণার জন্য আবেদন করা হয় বলে বিধানসভা সূত্রে খবর। রাজ্যপালের টুইট নিয়ে বিতর্ক শুরু হতেই সামাল দেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তাঁরা জানান, রাজ্য মন্ত্রিসভার সুপারিশ মেনেই রাজ্যপাল ওই সিদ্ধান্তের কথা টুইট করেছেন।

[আরও পড়ুন: ‘আলোচনা চাই’, চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল ধনকড়]

প্রসঙ্গত, অধিবেশন স্থগিতের বিষয়টি নিয়ে ফের রাজ্যপাল-রাজ্য মন্ত্রিসভার মধ্যে ভুল বোঝাবুঝির জেরে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, আসন্ন বাজেট অধিবেশনও ডাকতে হবে রাজ্যপালকেই। তিনিই দিনক্ষণ ঘোষণা করবেন। তবে এদিন বিধানসভা সূত্রে বাজেট অধিবেশনের এই সম্ভাব্য দিনক্ষণ  জানা গেল। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement