shono
Advertisement

প্রধানমন্ত্রীর হাত দিয়ে ‘ছোটদের শ্যামাপ্রসাদ’বই প্রকাশ করবে বঙ্গ বিজেপি

বাংলার পাশাপাশি বইটি লেখা হবে হিন্দি ভাষাতেও। The post প্রধানমন্ত্রীর হাত দিয়ে ‘ছোটদের শ্যামাপ্রসাদ’ বই প্রকাশ করবে বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 11:11 AM Nov 01, 2019Updated: 11:11 AM Nov 01, 2019

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাঙালি আবেগকে নাড়া দিতে এবার আত্মপ্রকাশ করতে চলেছে ‘ছোটদের শ্যামাপ্রসাদ’। শিশু থেকে কৈশোরের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েই তৈরি হচ্ছে বইটি। ছবি এবং কথায় সেই বই বাংলার মানুষের হাতে তুলে দেওয়া হবে। আর এটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চেষ্টা হচ্ছে কলকাতায় মোদি এলে তাঁর হাত দিয়েই বইটির উদ্বোধন করার। বাংলার মানুষের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আরও বেশি করে তুলে ধরতেই এই উদ্যোগ গেরুয়া শিবিরের।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে এড়িয়ে নীতিগত সিদ্ধান্ত নয়, দপ্তরগুলিকে সতর্ক করে নির্দেশিকা অর্থসচিবের]

ছোটদের রামায়ণ কিংবা ছোটদের মহাভারত কথায় ও ছবিতে বই রয়েছে। যেখানে শিশু বয়স থেকেই রামায়ণ কিংবা মহাভারতের কাহিনি পড়ানো হয়। ছোটদের স্বামী বিবেকানন্দও রয়েছে। ঠিক সেরকমই মনীষী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়েও ছোটদের জন্য বই তৈরি হচ্ছে। বকলমে এই বই প্রকাশের উদ্যোগ রাজ্য বিজেপিরই। দল মনে করছে, পশ্চিমবঙ্গের জন্মদাতাকে একেবারে ছোট বয়স থেকেই এখানে সকলে জানুক।

বিজেপি নেতৃত্ব মনে করছে, বাঙালি আবেগকে নাড়া দিতে সক্ষম শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। ছোটবেলায় শ্যামাপ্রসাদের নানা অজানা ঘটনাকে তুলে ধরবে এই বই। বইটিতে লিখেছেন অনাথবন্ধু চট্টোপাধ্যায়। ছবি এঁকেছেন সুরজিৎ চক্রবর্তী। আর বইটি প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ সপ্তর্ষি চৌধুরি।

[আরও পড়ুন:বসতিবাসীদের জন্য সুখবর, বাড়ি তৈরিতে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নবান্নের]

এই বইটি প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলার পাশাপাশি হিন্দি ভাষাতেও বইটি লেখা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা অমিত শাহকে দিয়েই বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করাতে চাই। প্রধানমন্ত্রী যদি কলকাতায় আসেন তাহলে এখানেই তিনি বইটির উদ্বোধন করবেন। কলকাতায় সম্ভব না হলে দিল্লিতেই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করবেন প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহ।’

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম সময় থেকে শুরু হচ্ছে বইটির কাহিনি। এরপরই রয়েছে ছোট্ট শ্যামাপ্রসাদের নানা ঘটনা। মায়ের কোলে শ্যামাপ্রসাদ, বাবার সঙ্গে আম খাওয়া, বাবার সঙ্গে আগ্রা যাওয়ার সময় মায়ের জন্য মন খারাপ হওয়া। তাই হাওড়া স্টেশন থেকে বাড়ি ফিরে আসা। কখনও আবার রয়েছে দাদার সঙ্গে দুষ্টুমি করার গল্প। এসব কিছুই ছবিতে ও কথায় ফুটিয়ে তোলা হয়েছে বইটিতে। শিশু থেকে কৈশোর পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনের নানা ঘটনাকে ২০টি ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।

The post প্রধানমন্ত্রীর হাত দিয়ে ‘ছোটদের শ্যামাপ্রসাদ’ বই প্রকাশ করবে বঙ্গ বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement