shono
Advertisement

রাজভবনে চলছে অসুস্থ রাজ্যপাল ধনকড়ের চিকিৎসা, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

জানা গিয়েছে, হজমের সমস্যা হয়েছে তাঁর।
Posted: 06:21 PM Apr 01, 2022Updated: 07:36 PM Apr 01, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মতুয়া মেলায় যোগ দিতে গিয়ে মাঝপথেই অসুস্থ রাজ্যপাল জগদীপ ধনকড়। কৈখালি থেকে গাড়ি ঘুরিয়ে সোজা রাজভবনে ফেরেন তিনি। তারপরই শুরু হয়েছে তাঁর চিকিৎসা। জানা গিয়েছে, হজমের সমস্যা হয়েছে তাঁর। এসএসকেএম হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ধনকড়ের চিকিৎসা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, ফোন করে রাজ্যপালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  

Advertisement

মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঠাকুরনগরে বারুণী মেলা আয়োজিত হয়েছে। সেখানে উপস্থিত হতেই রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছিলেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই আমন্ত্রণ গ্রহণ করেছিলেন জগদীপ ধনকড়। আজ স্ত্রী সুদেশ ধনকড়কে নিয়ে রওনাও হয়েছিলেন। কিন্তু হঠাৎই মাঝপথ থেকে ফিরে আসেন। কৈখালিতে পৌঁছলে নিজেই গাড়ি ঘোরাতে বলেন তিনি। প্রথমে শোনা যায় ব্যক্তিগত কারণেই নাকি ফিরে এসেছেন তিনি। কিন্তু সূত্রের খবর, আচমকা অসুস্থ বোধ করেন রাজ্যপাল (Jagdeep Dhankhar)। তাই কোনও ঝুঁকি না নিয়ে রাজভবনে ফেরেন।

[আরও পড়ুন: গ্রামের কালীপুজোয় আনন্দ করতে গিয়ে দামোদরে তলিয়ে মৃত্যু চার যুবকের, চলছে উদ্ধারকাজ]

রাজভবনে পৌঁছতেই খবর দেওয়া হয় চিকিৎসদের। গাড়িতে চিকিৎসার সরঞ্জাম নিয়ে রাজভবনে ঢুকতেও দেখা যায় একাধিক চিকিৎসককে। রাজ্যপালের শারীরিক পরীক্ষা করে দেখা হয়। তাঁর অবস্থা কতখানি গুরুতর, হাসপাতালে ভরতি করার প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা।

রাজ্যপালের অসুস্থতার খবর পেয়েই ফোন করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে রাজনৈতিক মতোবিরোধ তুঙ্গে। সম্প্রতি একাধিক ইস্যুতে সেই তিক্ততা আরও বেড়েছে। চিঠি পালটা চিঠি দিয়ে একে অন্যের দিকে অভিযোগ ছুঁড়ে দেন বারবার। কিন্তু সেসব মতোবিরোধ সরিয়ে রেখেই ধনকড়ের শারীরিক অবস্থার খোঁজ নেন মমতা। আরও একবার রাজনীতির ঊর্ধ্বে মমতার মানবিকতার পরিচয়ই মিলল। পাশাপাশি নবান্ন সূত্রে আরও খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডটিও প্রস্তুত রাখা হয়েছে রাজ্যপালের জন্য। প্রয়োজনে যে কোনও মুহূর্তে তাঁকে ভরতি করা যাবে।

[আরও পড়ুন: ‘আমি দুঃখিত’, স্ত্রীর উদ্দেশে ফেসবুক পোস্ট করে মেয়েকে খুন, পরে আত্মঘাতী পুলিশকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement