সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাঁসখালি কাণ্ডে (Hanskhali Rape Case) এবার মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। এদিন বিকালে রাজভবনে গিয়ে হাঁসখালি কাণ্ড নিয়ে নালিশ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে রামনবমীতে রাজ্যের একাধিক জেলায় হিংসার অভিযোগ তুলেও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন বিরোধী দলনেতা। শুভেন্দুর অভিযোগ পাওয়ার পর এই দুটি ইস্যুতেই মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেছেন ধনকড়।
এদিন টুইট করে হাঁসখালির ঘটনা এবং রামনবমীর হিংসা নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল। তাঁর দাবি, এই দুটি ঘটনাই রাজ্যের মুখ থুবড়ে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি, এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। মুখ্যসচিবকে চিঠি দিয়ে তিনি জানিয়েছেন, আগামী ১৩ এপ্রিলের মধ্যে এই দুটি ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট জমা দিতে হবে।
[আরও পড়ুন: ‘রাম না জন্মালে আপনাদের কী হত?’, বিজেপিকে খোঁচা শিব সেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের]
প্রসঙ্গত, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের আগেই হাঁসখালি কাণ্ড নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু (Suvendu Adhikari)। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে সাসপেন্ডেড। বিধানসভার ভিতরে ঢুকতে না পেরে এদিন আম্বেদকর মূর্তির নিচে বসেই হাঁসখালি ইস্যুতে রাজ্যকে তোপ দাগেন তিনি। বিরোধী দলনেতা দাবি করেন, এটি সাম্প্রতিক কালের সবচেয়ে ভয়ংকর ঘটনা। একটি মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে। ওই এলাকার দুই বিধায়ক আমাদের। তাঁরা মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলে বিজেপি (BJP) সমর্থন করবে বলেও জানান বিরোধী দলনেতা। শুভেন্দু নিজেই ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যপালের কাছে তিনি এ নিয়ে কড়া ব্যবস্থার দাবি জানাবেন। ঘটনাচক্রে তাঁর নালিশের পরই জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল।
[আরও পড়ুন: মুখ বদলায়, বদলায় না দুরবস্থা! পাকিস্তানের আর্থিক পরিস্থিতি জানলে চমকে যাবেন]
প্রসঙ্গত, এনিয়ে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) মুখ খুলেছেন। মুখ্যমন্ত্রী এদিন বলেন, “হাঁসখালিতে খুব খারাপ ঘটনা ঘটেছে। এখন যদি কোনও ছেলেমেয়ে, কেউ কারও সঙ্গে প্রেম করে, আমার পক্ষে তাকে আটকানো সম্ভব নয়। এটা উত্তরপ্রদেশ নয় যে লাভ জিহাদ করব। এটা তার স্বাধীনতা। হ্যাঁ এটা আমরা নিশ্চয়ই দেখব, যদি কেউ কোনও অন্যায় করে তার ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারির ক্ষেত্রে কোনও রং দেখা হচ্ছে না।”