স্টাফ রিপোর্টার: কুড়ি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে থেমে গিয়েছে বিজেপি (BJP)। উল্টোদিকে তৃণমূল প্রচারে ঝাঁপিয়ে পড়েছে পুরোদমে। বিভিন্ন আসনে একাধিক নাম দিয়েছে বঙ্গ বিজেপি নেতারা। শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও সুকান্ত মজুমদারদের (Sukanta Majumder) আলাদা পছন্দের প্রার্থীদের নাম রয়েছে বিভিন্ন কেন্দ্রে। আর সেখান থেকে একজনকে চূড়ান্ত করতে হিমশিম খেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। ফলে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হওয়ায় ক্ষোভ পদ্ম শিবিরেও। বহু আসনেই হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে বিজেপির নেতা-কর্মীদের।
ঘোষণা না হওয়া আসনগুলির মধ্যে জোর জল্পনা ও প্রশ্ন, বিজেপির দ্বিতীয় তালিকায় মেদিনীপুর আসনে দিলীপ ঘোষের নাম কি থাকবে? দলের প্রাক্তন রাজ্য সভাপতি কি টিকিট পাচ্ছেন? এটা নিয়েই আলোচনা চলছে বঙ্গ বিজেপির অন্দরে। প্রায় গত সপ্তাহ পর্যন্ত মেদিনীপুরে নিজের কেন্দ্রে টানা কর্মসূচি করছিলেন বিদায়ী সাংসদ। কিন্তু গত ১৫ মার্চ থেকে আর মেদিনীপুরমুখী হচ্ছেন না দিলীপ। দলের অন্দরেই জল্পনা, এবার মেদিনীপুরে তাঁকে প্রার্থী করা হচ্ছে না। তৃণমূল প্রার্থী অভিনেত্রী জুন মালিয়ার বিরুদ্ধে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দাঁড় করাতে পারে বিজেপি।
[আরও পড়ুন: অনলাইনে নজরদারি চালাতে ‘ফ্যাক্ট-চেকিং ইউনিট’, ভুয়ো তথ্য রুখতে পদক্ষেপ কেন্দ্রের]
অবশ্য দিলীপ-ঘনিষ্ঠদের আশা, মেদিনীপুরেই প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ। এই দোটানার মধে্য মেদিনীপুরে কার্যত হাত গুটিয়ে বসে রয়েছে দিলীপ ঘোষ-ঘনিষ্ঠরা। সূত্রের খবর, দলের মধে্যই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা চাইছেন না মেদিনীপুরে দিলীপকে প্রার্থী করতে। দিলীপকে অন্য আসনে প্রার্থী করার কথা শোনা যাচ্ছে। দলের একাংশ মনে করছে, দিলীপ ঘোষকে এক ঝটকায় দলের সর্বভারতীয় সহ—সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এবার প্রার্থী না করা হলে দলের পুরনো নেতা—কর্মীদের মধে্য তার প্রভাব পড়তে পারে। ক্ষোভ দানা বাঁধতে পারে দলের মধ্যে। কারণ, বঙ্গ বিজেপির সবচেয়ে সফলতম সভাপতি দিলীপ ঘোষ।
তাঁর আমলেই উনিশের লোকসভা ভোটে বাংলা থেকে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এদিকে, মেদিনীপুর আসনে প্রার্থী নিয়ে জট না কাটা প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘‘পার্টি সব রাজ্য নিয়েই ভাবে। বিজেপির তরফে চার—পাঁচটি রাজ্যে প্রার্থীদের নাম একসঙ্গে ঘোষণা করা হচ্ছে।’’ দল প্রার্থী না করলে পরবর্তী পদক্ষেপ কী? দিলীপের তাৎপর্যপূর্ণ জবাব, আগে তো ঘোষণা হোক তারপর পদক্ষেপ। উত্তর কলকাতা আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা সদ্য তৃণমূল ছেড়ে আসা প্রাক্তন বিধায়ক তাপস রায়ের। দমদমে সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে সৌরভ শিকদার, শীলভদ্র দত্তর নাম। দক্ষিণ কলকাতায় ডা. ইন্দ্রনীল খাঁ ও বৈশালী ডালমিয়ার নাম জল্পনায়।
[আরও পড়ুন: সুপ্রিম-তলবে টনক নড়ল, ‘বিভ্রান্তিকর’ বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইলেন রামদেব-সহযোগী]
উলুবেড়িয়ায় অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং বর্ধমান দুর্গাপুরে বিধায়ক অগ্নিমিত্রা পালের নাম চর্চায় রয়েছে। এদিকে, শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক নিয়ে দলের মধ্যে চর্চা নতুন নয়। দুজনের মধ্যে ঠান্ডা লড়াই থামাতে হস্তক্ষেপ করতে হয়েছিল কেন্দ্রীয় নেতাদেরও। শুভেন্দুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে দিলীপ ঘোষ সেকথা উড়িয়ে না দিয়েই বলেছেন, ‘‘কোনওদিন বেশি খারাপও ছিল না। কোনওদিন বেশি ভালও ছিল না।’’