shono
Advertisement

Coronavirus Update: উৎসবের বাংলায় স্বস্তি, গত ২৪ ঘণ্টায় কমল করোনা সংক্রমণ

শুক্রবার কমল মৃতের সংখ্যাও।
Posted: 08:47 PM Sep 09, 2022Updated: 09:56 PM Sep 09, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে সামান্য স্বস্তি। গত ২৪ ঘণ্টায় কমল সংক্রমণ। কমল মৃতের সংখ্যাও। কমল সুস্থতাও।

Advertisement

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন মাত্র ২০৪ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য কম। কারণ, ওইদিন মোট ২০৫ জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিশ। পজিটিভ বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৮ হাজার ৮২৭ জন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও করোনায় থাবায় প্রাণ হারিয়েছেন ১ জন। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৪৮১ জন। মৃত্যুহার ১.০২ শতাংশ।

[আরও পড়ুন: সিজিও কমপ্লেক্স অভিযানে কেন্দ্রীয় সরকারকে তোপ, বিজেপিকে ‘বড় লুটেরা’ বলে আক্রমণ বামেদের]

এদিন সুস্থতাও কমেছে কিছুটা। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসকে হারিয়েছেন ২২০ জন। বৃহস্পতিবার করোনাজয়ীর সংখ্যা ছিল ২২৯ জন। এখনও পর্যন্ত বাংলায় মোট ২০ লক্ষ ৮৫ হাজার ৪৩৫ জন করোনাকে হারিয়েছেন। সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।

ফের কোভিড টেস্টের উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬৩ লক্ষ ৬১ হাজার ১৮৮টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৫২ শতাংশ। টিকাকরণের উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনা ভ্যাকসিন নিয়েছেন ৭১ হাজার ৩৮২ ডোজ। ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৬ প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: খারিজ ইডি’র আরজি, দিল্লিতে নিয়ে যাওয়া যাবে না অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement