সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জি-২০ (G20) সম্মেলনকে অযথা অস্থির করে তুলছে পশ্চিমি দেশগুলি-এমনই অভিযোগ আনল রাশিয়া (Russia)। সদস্য দেশগুলির তরফে ইউক্রেন যুদ্ধের নিন্দা করে একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব দেয় কয়েকটি দেশ। সেখানে সই করতে রাজি হয়নি রাশিয়া ও চিন। এই নিয়ে তীব্র মতবিরোধ শুরু হয় জি-২০ অর্থমন্ত্রীদের সম্মেলনে। তারপরেই রাশিয়ার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আসলে ভারতকে (India) ব্ল্যাকমেল করতে চাইছে পশ্চিমি দেশগুলি। নিজেদের আধিপত্য বিস্তার করতে চাইছে তারা।
শনিবার জি-২০ দেশগুলির অর্থমন্ত্রীদের বৈঠক ছিল। তারপরেই বিশেষ বিবৃতি জারি করে রাশিয়ার বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, “মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এর সদস্য দেশগুলি একজোট হয়ে কিছু সিদ্ধান্ত নিচ্ছে। তারপর বাকি দেশগুলিকে সেই সিদ্ধান্ত মানতে বাধ্য করা হচ্ছে। কার্যত একাধিপত্য চালাচ্ছে এই দেশগুলি। কিন্তু এটি পরিষ্কার ব্ল্যাকমেলের পর্যায়ে পৌঁছেছে।”
[আরও পড়ুন: তুষারঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি! বিদ্যুৎহীন ক্যালিফোর্নিয়ায় বিপর্যস্ত জনজীবন]
বিবৃতিতে আরও বলা হয়েছে, “ইউক্রেন যুদ্ধ নিয়ে সকলকে রাশিয়ার বিরোধী করে তুলতে মরিয়া হয়ে উঠেছে পশ্চিমি দেশগুলি। জি-২০ আসলে আর্থিক সহযোগিতার একটি মঞ্চ। সেখানে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয় টেনে আনা উচিত নয়। যত তাড়াতাড়ি সম্ভব এহেন বিধ্বংসী পরিকল্পনা থেকে সরে আসা উচিত পশ্চিমি দেশগুলির।”
শনিবার অর্থমন্ত্রীদের সম্মেলনের শেষদিন ছিল। তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে মতানৈক্যের কারণে তাঁদের বৈঠক কার্যত ভেস্তে যায়। জি-২০ সভাপতি দেশ ভারত পরে একটি বিবৃতি জারি করে। সেখানে বলা হয়, অধিকাংশ দেশই ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা করেছে। তবে রাশিয়ার উপরে যেসমস্ত আর্থিক নিষেধাজ্ঞা চাপানো হয়েছে সেই প্রসঙ্গে নানা মতামত উঠে এসেছে। তবে গত জি-২০ সম্মেলনে যুদ্ধ সংক্রান্ত যা প্রস্তাব গৃহীত হয়েছিল, রাশিয়া ও চিন বাদে সকল দেশই তার সঙ্গে সহমত হয়েছে।