shono
Advertisement

Breaking News

আর কিছু হোক না হোক, ২০২১ সালে এই ঘটনাটি ঘটবেই

সকলকে নববর্ষের আগাম শুভেচ্ছা।
Posted: 12:21 PM Dec 31, 2020Updated: 12:22 PM Dec 31, 2020

হেডলাইন দেখে শেষমেশ ক্লিকটা করেই ফেললেন তাহলে! কী ভেবেছিলেন? ভ্যাকসিনে শাপমুক্তি নাকি নতুন স্ট্রেনে ২০২০’র পুনরাবৃত্তি? আসলে দু’য়ের কোনওটাই নয়।

Advertisement

২০২০তেও তো কত কিছুই ঘটার ছিল! ঘটল কি? আবার যা যা ঘটল তার কোনওটারই ঘটার কথা ছিল না। কে ভেবেছিল মুখে মাস্ক আর হাতে স্যানিটাইজার নিয়ে কেটে যাবে আস্ত একটা বছর! মোদ্দা কথা হল, সব হিসেবনিকেশ ওলটপালট।

তাই এবার আর কোনও কিছুতেই আগাম বাজি ধরতে রাজি নই আমরা। তবু এত দ্বিধার মধ্যেও বলছি, একটা ঘটনা ঘটবেই। সেটা কী জানেন? আমাদের সবার শুভেচ্ছায় ২০২১-এ ‘আপনি ভালো থাকবেন’। হ্যাঁ থাকবেনই। ওই যে কথায় আছে না ‘বিশ্বাসে মিলায় বস্তু…’।

আর হ্যাঁ, বর্ষশেষের পার্টি হোক বা রাজনৈতিক পার্টি, দুটো করার সময়ই সতর্ক থাকবেন। ভোটের বছর বলে কথা!

ভাল থাকবেন। ভাল রাখবেন।

হ্যাপি নিউ ইয়ার ২০২১

টিম ডিজিটাল
সংবাদ প্রতিদিন

[আর একটা কথা, একুশে নজর রাখতে হলে নজর রাখুন সংবাদ প্রতিদিন ডিজিটালে। যে কোনও খবরের টাটকা আপডেট পেতে এখনই ডাউনলোড করুন Android বা iOS অ্যাপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement