সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ বিরোধীদের। যার মধ্যে অন্যতম প্রধান দুই অভিযোগ নিঃসন্দেহে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি। আর এই অভিযোগ নিয়ে অবশেষে ‘জবাব’ দিলেন মোদি (PM Modi)। ‘প্রমাণ’ দিলেন এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।
মুদ্রাস্ফীতি সম্পর্কে বলতে গিয়ে মোদি জানান, ”২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ (নভেম্বর পর্যন্ত) গড় মুদ্রাস্ফীতি ছিল ৫.১। যা তার আগের ১০ বছরে (২০০৪-১৪) ছিল ৮.২ শতাংশ। কোনটা বেশি? ৫.১ শতাংশ নাকি ৮.২?” পাশাপাশি কর্মসংস্থান নিয়েও তাঁর আশ্বাস, সাধারণ মানুষদের জন্য অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২০২৩-২৪ সালের বাজেটে মূলধন বিনিয়োগ ১০ লক্ষ কোটি টাকা। যা ২০১৩-১৪ সালে ছিল ১.৯ লক্ষ।” সেই সঙ্গে মোদির পরিষ্কার দাবি, এই বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জন্য বহু সুযোগ তৈরি হচ্ছে। দেশের নির্মাণ শিল্প সম্পর্কে মোদির মন্তব্য, ”অভূতপূর্ব গতিতে কাজ চলছে। সমস্ত ক্ষেত্রই ১০ বছর আগের তুলনায় প্রভূত উন্নতি করেছে।”
[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভারত]
মোদির মন্তব্য থেকে পরিষ্কার, ইউপিএ সরকারের তুলনায় তাঁদের এনডিএ (NDA) সরকার অনেক বেশি সফল। লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। এখন থেকেই পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের উপরে চাপ রাখার ‘খেলা’ শুরু করলেন মোদি, মনে করছে ওয়াকিবহাল মহল।
সেই সঙ্গেই মোদির মন্তব্য, ”আসুন সব অভিযোগকে সরিয়ে রেখে সত্যিটা দেখে নিই। শতাব্দীতে একবার যা হয়, তেমনই এক মহামারী গত ২ বছরে বিশ্বকে যে সমস্যায় ফেলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত উল্লেখযোগ্য সহনশীলতা দেখিয়েছে।”