shono
Advertisement

হোয়াটসঅ্যাপে গ্রুপ লেফট করেছেন? তাহলে মহাবিপদ!

কেন জানেন? The post হোয়াটসঅ্যাপে গ্রুপ লেফট করেছেন? তাহলে মহাবিপদ! appeared first on Sangbad Pratidin.
Posted: 09:25 PM Oct 03, 2018Updated: 12:31 PM Jun 04, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন ভুলবশত হোয়াটসঅ্যাপের কোনও গ্রুপ থেকে আপনি লেফট করে গেলেন৷ এরপর সাধারণত আপনি কী করবেন? গ্রুপ অ্যাডমিনের সাহায্য নিয়ে আবারও নিশ্চয়ই ওই গ্রুপে যুক্ত হতে চাইবেন৷ যদি ভেবে থাকেন বিষয়টি এতটাই সহজ হতে চলেছে তবে আপনি মূর্খের রাজ্যে বাস করছেন৷ গ্রুপ থেকে একবার বাইরে গেলেই এবার তাতে যুক্ত হওয়া বা অ্যাড হওয়ার বিষয়টি আর এত সহজ থাকছে না৷ এমনই নয়া ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

Advertisement

[বিশ্বজুড়ে বন্ধ ইনস্টাগ্রাম, টুইটারে প্রতিবাদে সরব ক্ষুব্ধ ইউজাররা]

হোয়াটসঅ্যাপে একাধিক গ্রুপে থাকলে সমস্ত গ্রুপ থেকে একের পর এক মেসেজ আসতে থাকে গ্রাহকদের ফোনে৷ যাতে অনেকেই বিরক্ত হন৷ তাঁরা গ্রুপে থাকতে চান না৷ কিন্তু গ্রুপ লেফট করলেও আরও বিপদ৷ উক্ত গ্রুপে তাঁকে আবারও যুক্ত করে দেন অ্যাডমিন৷ এবার সেই ঝামেলা থেকে রেহাই মেলার উপায় বের করে ফেলেছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷ সম্প্রতি আপডেটেড ভার্সানে এমন একটি ফিচার এনেছে সোশ্যাল মেসেজিং সংস্থাটি, যাতে কেউ গ্রুপ থেকে একবার লেফট করলে সহজে তাঁকে আর সেই গ্রুপে যুক্ত করা যাবে না৷ বেশ কিছুটা অপেক্ষার পর ওই ব্যক্তিকে যুক্ত করা যাবে গ্রুপে৷ কারও ক্ষেত্রে এই অপেক্ষার সময় ৫ মিনিট হতে পারে, কারও ক্ষেত্রে ১০ মিনিট হতে পারে অথবা তার বেশিও হতে পারে৷

[উৎসবের মরশুমে বাজারে আসছে পাঁচটি আকর্ষণীয় স্মার্টফোন]

এছাড়াও আরও একটি ফিচার অনেকদিন আগেই যুক্ত হয়েছে হোয়াটসঅ্যাপে৷ কোনও গ্রুপে যুক্ত হওয়ার জন্য কাউকে রিকোয়েস্ট পাঠানো যেতে পারে৷ ঠিক যেমনটি পাঠানো যায় ফেসবুকে৷ সেই রিকোয়েস্ট ওই হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী গ্রহণ করলে ওই গ্রুপে যুক্ত হতে পারেন তিনি৷ এক্ষেত্রে ‘ওকে’ ক্লিক করলে সহজেই গ্রুপের সদস্য হতে পারবেন গ্রাহক।

The post হোয়াটসঅ্যাপে গ্রুপ লেফট করেছেন? তাহলে মহাবিপদ! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement