shono
Advertisement

Breaking News

ফের বদলে যাচ্ছে WhatsApp স্টেটাসের ফিচার! জেনে নিন খুঁটিনাটি

ব্যাপারটা কী?
Posted: 08:17 PM Nov 27, 2023Updated: 08:17 PM Nov 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি প্রায় সকলেই বর্তমানে হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহার করেন। আর ব্যবহারকারীদের সুবিধার্থে মাঝে মধ্যেই নতুন নতুন ফিচার নিয়ে আসে সংস্থা। এবার স্টেটাসের ক্ষেত্রে আসতে চলেছে নয়া ফিচার।

Advertisement

সময়ের সঙ্গে সঙ্গে প্রতিমুহূর্তের সঙ্গীতে পরিনত হয়েছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়, বর্তমানে অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় এই অ্যাপ। ফলে অ্যাপটি আরও আকর্ষণীয় করাই লক্ষ্য সংস্থার। এবার স্টেটাসের ক্ষেত্রে আসতে চলেছে নয়া ফিচার। নিশ্চয়ই ভাবছেন কি এই ফিচার? এতদিন চ্যাটের পাশে থাকত স্টেটাস অপশন। সেখানে ক্লিক করলে পর পর দেখা যেত সকলের স্টেটাস। এবার চ্যাট উইন্ডোতেও দেখা যাবে স্টেটাস। 

[আরও পড়ুন: আমডাঙার পর এবার গোবাসায় তৃণমূলের বুথ সভাপতিকে পিটিয়ে খুন, অভিযুক্ত দলেরই একাংশ]

ভাবছেন তো ঠিক কেমন হবে বিষয়টা? ধরুন আপনি কারও সঙ্গে চ্যাট করছেন। নামের নিচে যেখানে অনলাইন দেখায়, বা লাস্ট সিন দেখায় সেখানেই দেখাবে স্টেটাস। ঠিক যেভাবে দেখা যাচ্ছে উপরের ছবিটিতে। চাইলে চ্যাট করতে করতেই মুহূর্তে দেখে নিতে পারবেন স্টেটাস। তার জন্য আলাদা করে সময় ব্যয় করতে হবে না। শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন বলেই খবর।

[আরও পড়ুন: ফের বিজেপির ডিসেম্বর তত্ত্ব, এবার বীরভূমে দাঁড়িয়ে ‘ডেডলাইন’ শুভেন্দুর, পালটা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement