shono
Advertisement

ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে

ফিরে আসতে পারে পুরনো স্টেটাস ট্যাব! The post ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:16 AM Mar 10, 2017Updated: 05:46 AM Mar 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি নয়া ফিচার যুক্ত হল জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে৷ আরও দ্রুত ও সহজে ভয়েস ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপের ২.১৭.৯৩ বেটা ভার্সনে এল দুটি পৃথক বোতাম৷ এতদিন প্রথমে ‘কল’ অপশন সিলেক্ট করে, তারপর বেছে নিতে হত ‘ভয়েস কল’ বা ‘ভিডিও কল’ অপশন৷ এখন থেকে ভয়েস ও ভিডিও কলের জন্য দুটি পৃথক বোতাম থাকবে অ্যাপে৷ বিশেষজ্ঞদের মতে, এর ফলে ইউজাররা আরও সহজে, দ্রুত ভয়েস ও ভিডিও কল করতে পারবেন৷

Advertisement

(কবে থেকে ভারতে মিলবে Nokia 3310?)

দ্বিতীয় পরিবর্তনটি এসেছে ‘অ্যাটাচমেন্ট’ অপশনে৷ সাধারণত, চ্যাটবক্সে ‘কল’ অপশনের পাশে থাকত ‘অ্যাটাচমেন্ট’ বোতামটি৷ কিন্তু এখন থেকে টেক্সট বক্সেই মিলবে ওই অপশনটি৷ ছবি ও মাইকের বোতামের পাশেই থাকবে ফাইল অ্যাটাচের অপশন৷ দু’টি ফিচারই ইতিমধ্যেই বেটা ভার্সনে লঞ্চ করে গিয়েছে৷ তবে আরও একগুচ্ছ ফিচার আসতে চলেছে পরবর্তী ভার্সনে৷

সূত্রের খবর, আপনার স্মার্টফোনের ব্যাটারি যদি শেষ হয়ে আসে, তাহলে সেই ইঙ্গিত জানিয়ে দেবে হোয়াটসঅ্যাপই৷ হোয়াটসঅ্যাপ কলের মাঝেই আপনি পেয়ে যাবেন অ্যালার্ট৷ এডিট করতে পারবেন কাউকে পাঠানো মেসেজ৷ ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে নয়া স্টেটাস ট্যাব এসেছে৷ ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের আদলে এখন হোয়াটসঅ্যাপেও বন্ধুদের স্টেটাস আপডেট দেখা ও ব্যক্তিগতভাবে ‘রিপ্লাই’ করা যায়৷ তবে এই ফিচারটি সমালোচনাও কুড়িয়েছে৷ যার জেরে সংস্থা ফের পুরনো স্টেটাস ট্যাবটি ফিরিয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে৷

(এয়ারটেল, ভোডাফোনকে হারিয়ে সর্বোচ্চ ডাউনলোড স্পিড দিচ্ছে Jio)

The post ফের বড়সড় রদবদল হোয়াটসঅ্যাপে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement