shono
Advertisement

Breaking News

Ranbir Kapoor-Alia Bhatt

কিশোর কুমারকে চিনতেন না আলিয়া! রণবীরের কথায় ফাঁস চাঞ্চল্যকর তথ্য

এর আগে করণ জোহরের শোয়ে গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন অভিনেত্রী।
Published By: Suparna MajumderPosted: 08:00 PM Nov 24, 2024Updated: 08:04 PM Nov 24, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিয়া ভাটের 'সাধারণ জ্ঞান' নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে। করণ জোহরের শোয়ে গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন অভিনেত্রী। শুধু তাই নয় প্রণব মুখোপাধ্যায়ের বদলে পৃথ্বীরাজ চৌহানের নাম বলেছিলেন তিনি। তাতেই সারা দেশে হইচই পড়ে যায়। এবারে 'হাটে হাঁড়ি' ভাঙলেন অভিনেত্রীর স্বামী রণবীর কাপুর। কিংবদন্তি কিশোর কুমারকে চিনতেনই না মহেশ ভাটের কন্যা। প্রকাশ্যেই একথা বললেন তিনি।

Advertisement

গোয়ার চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন রণবীর কাপুর। সেখানে নিজের ঠাকুরদা রাজ কাপুরের জন্মশতবর্ষ ও ভারতীয় সিনেমায় তাঁর অবদান নিয়ে কথা বলতে গিয়েই আলিয়াকে নিয়ে বিস্ফোরক মন্তব্যটি করে বসেন। অভিনেতা জানান, কাপুর পরিবারের পক্ষ থেকে আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে রাজ কাপুর চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হচ্ছে। এর জন্য এনএফডিসি, এনএফএআইয়ের সঙ্গে মিলে তাঁর কাকা কুনাল কাপুর রাজ কাপুরের পুরনো সিনেমাগুলো রিস্টোর করছেন। এখনও পর্যন্ত ১০টি সিনেমা উদ্ধার করা হয়েছে।

এর পরই রণবীর বলেন, "এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা তাঁর (রাজ কাপুরের) কাজ দেখেননি। যেমন আমার সঙ্গে যখন আলিয়ার প্রথম দেখা হয়েছিল ও আমায় প্রশ্ন করেছিল, 'কিশোর কুমার কে?'" উপস্থিত দর্শকরা একথা শুনে বিস্ময়ে চিৎকার করে ওঠেন। তা শুনে রণবীরও হেসে ফেলেন। এর পরই আবার অভিনেতা বলেন, "এটাই তো জীবনের বৃত্ত। শিল্পীরা বিস্মৃতির অতলে চলে যায়, আবার নতুন শিল্পীরা চলে আসেন। আমাদের শিকড় কোথায় সেটা মনে রাখা খুব জরুরি।"

 

উল্লেখ্য, এর আগে করণ জোহরের শোয়ের যখন আলিয়া ভাট গিয়েছিলেন। তখন তাঁর সঙ্গে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ান। করণের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' সিনেমার মাধ্যমেই তিনজনের বলিউড সফরের শুরু। শোয়ে করণের প্রশ্ন ছিল, ভারতের রাষ্ট্রপতি কে? তখন বাংলার প্রণব মুখোপাধ্যায় এই পদে ছিলেন। তার বদলে বরুণ মনমোহন সিংয়ের নাম বলেছিলেন, আর আলিয়া বলেছিলেম সম্রাট পৃথ্বীরাজ চৌহানের নাম। তাতেই তুমুল ব্যঙ্গ, বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে। এর জবাবে আবার আলিয়া নিজেই নিজের মশকরা করে একটি ভিডিও তৈরি করেছিলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলিয়া ভাটের 'সাধারণ জ্ঞান' নিয়ে এক সময় বিস্তর চর্চা হয়েছে।
  • করণ জোহরের শোয়ে গিয়ে দেশের রাষ্ট্রপতির নাম ভুল বলেছিলেন অভিনেত্রী।
  • কিশোর কুমারকেও চিনতেন না অলিয়া। অভিনেত্রীর স্বামী রণবীর কাপুরই ফাঁস করলেন এই তথ্য।
Advertisement