সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) রান আউট নিয়ে তীব্র চর্চা চলছে। হচ্ছে বিতর্কও। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নাটকীয় ভাবে রান আউট হন বেয়ারস্টো। ভুলবশত ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সতীর্থ বেন স্টোকসের সঙ্গে কথা বলছিলেন বেয়ারস্টো। সেই সময়ে তাঁকে রান আউট করেন অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর আউট নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।এরকম আবহে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni। তিনিও একই ভাবে রান আউট করেছিলেন ইয়ান বেলকে। গোটা স্টেডিয়াম দুয়ো দুয়ো করছিল ভারতীয় দলকে। কিন্তু ধোনি তাঁকে ফিরিয়ে আনেন।
[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে মোহনবাগানের নয়া লোগো]
অ্যাশেজে বেয়ারস্টো আউট হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছে ২০১১ সালের ট্রেন্টব্রিজ টেস্টের সেই ধোনি-বেল মুহূর্ত।
ধোনি বেলকে ফিরিয়ে আনলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কিন্তু ফেরালেন না বেয়ারস্টোকে। তাই দিনান্তে ধোনি প্রশংসিত হচ্ছেন। কামিন্সের বিরুদ্ধে সরব অনেকেই।