shono
Advertisement

বেয়ারস্টোকে ফেরাননি কামিন্স, এক ইংরেজ তারকাকে আউট করে ফিরিয়েছিলেন ধোনি

প্রশংসিত হয়েছিলেন ধোনি। সমালোচিত হচ্ছেন কামিন্স।
Posted: 08:39 PM Jul 03, 2023Updated: 08:39 PM Jul 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) রান আউট নিয়ে তীব্র চর্চা চলছে। হচ্ছে বিতর্কও। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে নাটকীয় ভাবে রান আউট হন বেয়ারস্টো। ভুলবশত ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে সতীর্থ বেন স্টোকসের সঙ্গে কথা বলছিলেন বেয়ারস্টো। সেই সময়ে তাঁকে রান আউট করেন অ্যালেক্স ক্যারি। বেয়ারস্টোর আউট নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল।এরকম আবহে ফিরে এলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni। তিনিও একই ভাবে রান আউট করেছিলেন ইয়ান বেলকে। গোটা স্টেডিয়াম দুয়ো দুয়ো করছিল ভারতীয় দলকে। কিন্তু ধোনি তাঁকে ফিরিয়ে আনেন।

Advertisement

[আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ্যে মোহনবাগানের নয়া লোগো]

 

২০১১ সালের ভারত ও ইংল্যান্ডের ট্রেন্টব্রিজ টেস্টের চা বিরতির সময়ে প্রবীণ কুমার বাউন্ডারি বাঁচিয়ে তা ছুঁড়ে দেন ধোনির কাছে। ধোনি রান আউট করেন বেলকে। টিভি রিপ্লেতে জানা যায় রান আউট হয়েছেন বেল। বল বাউন্ডারি লাইন ছোঁয়নি। ভারতীয় দলকে দুয়ো দিতে থাকেন দর্শকরা। ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী এই আউট বলে অনেকেই টীপ্পনী কাটতে শুরু করেন। ধোনি ফিরিয়ে নেন বেলকে। চা বিরতির পরে বেল ফের ব্যাট করতে নামেন। খেলোয়াড়োচিত মনোভাবের জন্য প্রশংসিত হন ধোনি।

অ্যাশেজে বেয়ারস্টো আউট হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছে ২০১১ সালের ট্রেন্টব্রিজ টেস্টের সেই ধোনি-বেল মুহূর্ত।

 

ধোনি বেলকে ফিরিয়ে আনলেও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কিন্তু ফেরালেন না বেয়ারস্টোকে। তাই দিনান্তে ধোনি প্রশংসিত হচ্ছেন। কামিন্সের বিরুদ্ধে সরব অনেকেই।

[আরও পড়ুন: ‘স্বপ্ন ছিল ভারতে আসার’, কলকাতায় পা রেখে জানালেন মার্টিনেজ, বিমানবন্দরে উপচে পড়ল ভিড়]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement