shono
Advertisement

Breaking News

‘দেশের জন্য সেরাটা দেওয়ার ক্ষেত্রে মেসি-রোনাল্ডোকেও হারাতে পারি’, মন্তব্য সুনীলের

সাফ চ্যাম্পিয়নশিপ সব দিক থেকেই স্পেশ্যাল, বলছেন সুনীল।
Posted: 05:25 PM Jul 08, 2023Updated: 05:26 PM Jul 08, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুয়েতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে ভারতীয় দল। সামনে থেকে দলকে নেতৃত্ব দেন সুনীল ছেত্রী। নিজে গোল করছেন, তাঁর পারফরম্যান্স দিয়ে দলকে উজ্জ্বীবিত করেছেন। সুনীল ছেত্রী বলছেন, ”সাফ চ্যাম্পিয়নশিপ সব দিক থেকেই স্পেশ্যাল। লেবানন এবং কুয়েত থাকা সত্বেও আমরা টুর্নামেন্ট জিতি।”

Advertisement

আন্তর্জাতিক ম্যাচে সুনীল ছেত্রীর গোলসংখ্যা এখন ৯২। তাঁর সামনে বিশ্বফুটবলের মহাতারকারা। লিও মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কিন্তু সুনীল ছেত্রী বলছেন, ব্যক্তিগত রেকর্ডের থেকে দেশের হয়ে পারফর্ম করাটাই তাঁর কাছে প্রধান। সুনীল বলেছেন, ”দেশকে নিজের সেরাটা দেওয়ার প্রসঙ্গ উঠলে আমি রোনাল্ডো এবং মেসিকেও পিছনে ফেলে দেব।” দেশের জার্সিতে যখন যখনই নেমেছেন সুনীল ছেত্রী, প্রতিবার ঝলসে উঠেছেন তিনি। আরও একবার তা দেখা গেল সাফ চ্যাম্পিয়নশিপে।

[আরও পড়ুন: জন্মদিনে বড় ঘোষণা সৌরভের, কী বললেন মহারাজ?]

বেঙ্গালুরুতে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পরে এক মায়াবী দৃশ্যের সৃষ্টি হয় কান্তিরাভা স্টেডিয়ামে। ভারত জেতার অব্যবহিত পরেই সুনীল ছেত্রী সমর্থকদের অভিবাদন জানাতে এগিয়ে যান। গোটা স্টেডিয়াম বন্দে মাতরম গাইতে শুরু করে দেয়। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: ভোট হিংসায় ‘মমতার গণতন্ত্র’কে তোপ বিজেপির, ‘বেশি মৃত্যু তৃণমূল কর্মীরই’, পালটা শাসকদলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement